ফিফার পেজে বাংলাদেশি গীতিকার জীবনের গানের লাইন

ফিফা
গীতিকার রবিউল ইসলাম জীবন। ছবি: সংগৃহীত

ফিফা ওয়ার্ল্ড কাপের ভেরিফায়েড ফেসবুক পেজে দেখা গেছে বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার রবিউল ইসলাম জীবনের লেখা গানের একটি লাইন।

আজ বুধবার সকাল ১১টার দিকে বাংলাদেশের ফুটবলার শেখ মোরসালিনের ছবি পোস্ট করে ফিফা কর্তৃপক্ষ ক্যাপশনে লিখে এই গীতিকারের লেখা গানের লাইন, 'লাল-সবুজের বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও'।

ফিফার ফেসবুক পেজে জীবনের গানের লাইন।

'জ্বলে ওঠো বাংলাদেশ' গানটি ২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপ ঘিরে লেখা হয়েছিল। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর-সংগীত করেছেন আরফিন রুমি। কণ্ঠ দিয়েছেন ব্যান্ড দূরবীনের সদস্যরা।

গীতিকার রবিউল ইসলাম জীবন দ্য ডেইলি স্টারকে বলেন, '২০১১ সালের বিশ্বকাপ আজকের দিনে শুরু হয়েছিল। সেই সময় এই গানটা লিখেছিলাম। আজ যখন ফিফা ওয়ার্ল্ড কাপ কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজে বাংলায় লিখে প্রকাশ করল, তখন অন্যরকমের ভালোলাগা তৈরি হলো। গানটির বয়স ১৪ বছর হয়ে গেছে। এই পোস্টটি প্রকাশের আমাকে মেনশন করায় সেটি দেখেছি। এটা অনেক ভালোলাগার সংবাদ আমার জন্য। এর আগে শ্রীলঙ্কার মাঠে, দুবাইয়ের মাঠে গিয়ে আমি গানটা শুনেছি। ২০১১ ঢাকায় আর্জেন্টিনা-নাইজেরিয়া প্রীতি ম্যাচের আগে গানটি  চালানো হয়।'

Comments

The Daily Star  | English

UN urges probe after protesters killed in Nepal

The United Nations on Monday demanded a swift and transparent investigation after Nepal police were accused of opening fire on protesters

42m ago