‘বরবাদ’ পরিকল্পিতভাবে দেশ থেকে পাইরেসি করা হয়েছে: প্রযোজক

বরবাদ
ছবি: সংগৃহীত

শাকিব খান অভিনীত ঈদের সিনেমা 'বরবাদ' পাইরেসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার সুমি ও আজিম হারুন। 

ইতোমধ্যে গুলশান থানায় এফআইআর ও ডিবি সাইবারে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে গুলশানে 'বরবাদ' পাইরেসির বিরুদ্ধে এক সংবাদ সম্মেলন করা হয়। সেখানে আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। 

সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার সুমী বলেন, 'বরবাদ ঠান্ডা মাথায় প্ল্যান করে দেশ থেকে পাইরেসি করা হয়েছে। কারণ বিদেশে যেটা পাঠানো হয়েছে সেখানে অনেক পার্থক্য রয়েছে। এই এইচডি কোয়ালিটির ভিডিও অনলাইনে ছেড়ে দেওয়া সহজ কথা নয়। যখন বিদেশে রিলিজ দিয়েছি, তখন প্ল্যান করে দেশ থেকে পাইরেসি করা হয়েছে। প্রডাকশন হাউজ বুঝতে পারছে কতটা ক্ষতি হচ্ছে। শুধু টাকা না, আমাদের সম্মানের ব্যাপার।'

তিনি আরও বলেন, 'এখন ৭৫ কোটি টাকার মতো গ্রস কালেকশন হয়েছে। যদি পাইরেসি না হতো আমাদের টার্গেট ১০০ কোটি ছাড়িয়ে যেত। কারা পাইরেসি করছে সেটা তদন্ত চলছে, সব বেরিয়ে আসবে। মূল পরিকল্পনাকারীর নাম যেমন বেরিয়ে আসবে, তেমনি এখন যারা পাইরেসি করছে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা থাকবে।'

রিয়েল এনার্জি প্রডাকশনের ব্যানারে নির্মিত 'বরবাদ' সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন ইধিকা পাল, মিশা সওদাগর, যীশু সেনগুপ্ত, মামুনুর রশীদ, ফলজুর রহমান বাবু, মানব, শ্যাম।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

8h ago