অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে ‘চক্কর ৩০২’

‘চক্কর ৩০২’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

শরাফ আহমেদ জীবন পরিচালিত এবং মোশাররফ করিম অভিনীত 'চক্কর ৩০২' সিনেমাটি অস্ট্রেলিয়ায় মুক্তি পেতে যাচ্ছে।

আজ বৃহস্পতিবার বিকেলে শরাফ আহমেদ জীবন দ্য ডেইলি স্টারকে বলেন, ২৫ মে অস্ট্রেলিয়ায় আমাদের সিনেমাটি মুক্তি পাচ্ছে। এটা দেশের সিনেমার জন্য যেমন সুখবর, তেমনই আমার জন্যও অনেক আনন্দের বিষয়।

'চক্কর ৩০২ আমার পরিচালিত প্রথম সিনেমা। অনেক ভালোবাসা ও স্বপ্নের সিনেমা এটি। বিশ্ববাজারে মুক্তি মানেই অনেকরকম দর্শকরা এটি দেখতে পারবেন।'

শরাফ আহমেদ জীবন আরও বলেন, দেশে মুক্তির পর অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। কাছের ও দূরের মানুষেরা প্রশংসা করেছেন। আমি চাই দেশের বাইরেও এই ধারা অব্যাহত থাকুক।

'চক্কর ৩০২' সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন এই সময়ের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তিনি বলেন, অস্ট্রেলিয়ায় চক্কর ৩০২ মুক্তি পাচ্ছে শোনার পর সত্যিই খুব ভালো লাগছে। এভাবেই দেশের সিনেমা বিশ্ববাজারে সাফল্য বজায় রাখুক।

উল্লেখ্য, বঙ্গজ ফিল্মসের পরিবেশনায় 'চক্কর ৩০২' সিনেমাটি অস্ট্রেলিয়ায় ছয়টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে।

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

12m ago