‘তাণ্ডবে’ সাবিলা নূরের প্রথম ৫ অভিজ্ঞতা

সাবিলা নূর
সাবিলা নূর। ছবি: সংগৃহীত

রায়হান রাফী নির্মিত 'তাণ্ডব' সিনেমা দিয়ে ঈদুল আজহায় বড় পর্দায় অভিষেক হয়েছে অভিনয়শিল্পী সাবিলা নূরের। সিনেমার 'লিচুর বাগানে' গান দিয়ে আলোচনায় এসেছেন তিনি। এই সিনেমার মাধ্যমে প্রথম পাঁচ অভিজ্ঞতা যোগ হয়েছে তার অভিনয় ক্যারিয়ারে। জানি তার সেই অভিজ্ঞতাগুলো।

সাবিলা নূর বলেন, 'তাণ্ডব সিনেমা দিয়ে প্রথমবার মেগাস্টার শাকিব খানের সঙ্গে অভিনয় করা। প্রথমবার রায়হান রাফীর পরিচালনায় অভিনয় করলাম। প্রথমবার সিনেমার জন্য এইভাবে নাচ করেছি। আমার অভিনীত প্রথম বাণিজ্যিক সিনেমা মুক্তি পেল। প্রথমবার এতো বড় পরিসরে শুটিং করেছি।'

তিনি আরও বলেন, 'সবারই স্বপ্ন থাকে মেগাস্টারে সঙ্গে কাজ করার। আমার সেটা পূরণ হয়েছে। আমি এর আগেও বলেছি, যখন বড় পর্দায় কাজ করব, আমি এমন একটি সিনেমা দিয়ে কাজ শুরু করতে চাই, যেখানে শাকিব খান আছেন এবং সেটি বাণিজ্যিকভাবে সফল হবে। তার সঙ্গে কাজ করা আমার কাছে ছিল স্বপ্নের মতো। আমি মনে করি, আমি খুবই লাকি। আমার আসলে খুব বেশি মানসিক চাপ নিতে হয়নি। কারণ আমি এত সুন্দর একটা টিম পেয়েছি। বিশেষ করে আমার নির্মাতা রায়হান রাফী শুরুতেই সহায়তা করেছিলেন আমার চরিত্র নিয়ে ভাবার।'

'তাণ্ডব' মুক্তি পেয়ছে দেশের ১৩৩টি প্রেক্ষাগৃহে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন জয়া আহসান,আফজাল হোসেন।

সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহপ্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত।

Comments

The Daily Star  | English
foreign travel rules for government officials Bangladesh

Advisers, secretaries flouting foreign travel rules

CA upset over repeated violations; officials urged to follow directives ahead of election

40m ago