আজকেই আমার ঈদ: জাহিদ হাসান

জাহিদ হাসান

ঈদুল আজহায় মুক্তি পেয়েছে তানিম নূর পরিচালিত সিনেমা 'উৎসব'। এই সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান। ঈদের আগে অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা। তাই সিনেমার প্রচারনায় অংশ নেয়া হয়নি তার।অবশেষে গতকাল সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে অংশ নিয়েছেন তিনি।

প্রদর্শনীতে জাহিদ হাসান বলেন, 'আজকে আমার ঈদ। কারণ ঈদের আগের দিন থেকে আমি অসুস্থ ছিলাম, হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলাম। এর মধ্যেই সিনেমাটি মুক্তি পেয়েছে। আপনারা যে ছবিটি দেখে প্রশংসা করেছেন, অন্যদের দেখানোর চেষ্টা করেছেন, এটা আমার জীবনে অনেক বড় পাওয়া।'

তিনি আরও বলেন, 'কেউ আমাকে ভালোবাসলে আমার কান্না পায়, কেউ আদর করলে চোখে জল আসে। এটা কোনো অভিনয় নয়, একেবারে সত্যি কথা। অনেক ছবিতে কাজ করেছি, জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছি। কিন্তু 'উৎসব'-এর মতো এমন অভিজ্ঞতা কখনো হয়নি। এত ক্যামেরা, এত ভালোবাসা—এই ছবিটি আমার জীবনের একটি বড় অর্জন।'

'উৎসব' সিনেমায় জাহিদ হাসানের পাশাপাশি আরও অভিনয় করেছেন জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি ও সাদিয়া আয়মানসহ অনেকে।

Comments

The Daily Star  | English

Scrutiny of nomination papers underway in Dhaka’s 20 constituencies

Verification of 238 nomination papers starts ahead of February 12 polls

31m ago