কানাডায় কী করছেন শান্তা ইসলাম

শান্তা ইসলাম। ছবি: সংগৃহীত

দর্শকপ্রিয় অভিনয়শিল্পী শান্তা ইসলাম টেলিভিশনের অনেক আলোচিত নাটকে অভিনয় করেছেন। 'রূপনগর' তার অভিনীত অন্যতম সাড়া জাগানো ধারাবাহিক নাটক। 

চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছেন এবং পেয়েছেন জাতীয় পুরস্কার, মঞ্চেও ছিলেন সরব।

বর্তমানে কানাডা অবস্থান করছেন শান্তা ইসলাম। সেখানে কেন গেলেন, কী করছেন, তা নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন তিনি।

শান্তা ইসলাম জানান, তার একমাত্র ছেলে সৌমিক কানাডায় স্থায়ী হয়েছেন। সেখানে ছেলে ও পুত্রবধুর সঙ্গে সময় কাটাচ্ছেন।

'ছেলের কাছে আছি, অনেক ভালো আছি। পুত্রবধু আছে, নাতি আছে। দেশ থেকে দূরে থাকলেও বেশ আছি,' বলেন তিনি।

শান্তা ইসলাম বলেন, 'এখানে ওদের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। তারা দুজনই ঘুরতে পছন্দ করে। অনেক জায়গায় গেলাম, অনেক কিছু দেখলাম।' 

দেশের বাইরে ভক্তদের সঙ্গে দেখা হয় কি না, জবাবে তিনি বলেন, 'এখানে অনেক বাঙালি আছেন। তাদের সঙ্গে প্রায়ই দেখা হয়, কথা হয়। অনেকদিন অভিনয় থেকে দূরে আছি। কিন্তু প্রোগ্রাম করি, উপস্থাপনা করি। দূর দেশের দর্শকরাও আমাকে মনে রেখেছেন, ভালো লাগে।'

'সুদূর প্রবাসে এত মানুষের ভালোবাসা পাব, বুঝতেই পারিনি। তারা পুরোনো নাটকের কথা বলেন। আমি সারপ্রাইজড হই। নাটকের নাম ধরে বলেন, চরিত্রের নাম ধরে বলেন। কত কিছু দর্শকরা মনে রেখেছেন। এটা একজন শিল্পী হিসেবে বিশাল পাওয়া,' বলেন শান্তা।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'দেশকে তো মিস করি। আসলে আমার ছেলের চাওয়া বছরে ৬ মাস যেন তার কাছে থাকি, বাকি ৬ মাস দেশে থাকি। দেশই তো আমার আসল ঠিকানা। আত্মার আত্মীয়রা তো সবাই দেশেই।'

'এখানে মনে হয় যেন আমি এক অতিথি পাখি, দূরদেশে এসেছি। জীবনে অনেক চড়াই-উৎরাই পার করেছি। সুন্দর জীবন চেয়েছি, পেয়েছি। ছেলে নিজ সংসার নিয়ে ভালো আছে। এসব দেখে শান্তি পাই,' বলেন শান্তা ইসলাম।

নতুন অনুষ্ঠানের বিষয়ে তিনি বলেন, 'নতুন অনুষ্ঠান নিয়ে কথা চলছে, কানাডাতেই শুাটং হবে। কানাডার বাঙালিদের নিয়েই অনুষ্ঠানটি হবে। আশা করছি ভালো কিছু হবে।'

কয়েকমাস পর তিনি ফিরবেন বলেও জানান।

Comments

The Daily Star  | English

Farewell

Nation grieves as Khaleda Zia departs, leaving a legacy of unbreakable spirit

9h ago