২০২৬ সালে বড় পর্দায় আসছে যে ১২ ঢাকাই সিনেমা
পুরোনা বছরকে বিদায় জানিয়ে শুরু হলো নতুন আরেকটি বছর। গত বছর ঢাকাই সিনেমার জন্য খুব একটা সুখকর ছিল না। মুক্তিপ্রাপ্ত ৪৬টি সিনেমার মধ্যে হাতে গোনা কয়েকটি ব্যবসায়িক সাফল্য পেয়েছে, সেটাও কেবল ঈদে মুক্তি পাওয়া ছবিগুলো। এর বাইরে কয়েকটি সিনেমা অবশ্য দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।
২০২৬ সাল নিয়ে ঢাকাই সিনেমার দর্শকদের প্রত্যাশা অনেক। নতুন বছরে মুক্তির অপেক্ষায় আছে বেশ কয়েকটি বড় বাজেটের ও তারকাবহুল সিনেমা। এর মধ্যে কিছু সিনেমার শুটিং শেষ পর্যায়ে, আবার কোনোটির প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সোলজার
নায়ক শাকিব খান অভিনীত সিনেমা 'সোলজার'। সাকিব ফাহাদ পরিচালিত দেশপ্রেম, অ্যাকশন ও মানবিক আবেগের গল্পের এই সিনেমায় আরও অভিনয় করছেন তারিক আনাম খান, তৌকির আহমেদ, তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশী। বর্তমানে সিনেমাটির শুটিং শেষ পর্যায়ে রয়েছে।
প্রিন্স
শাকিব খানের আরেকটি সিনেমা 'প্রিন্স'। অ্যাকশনধর্মী এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করবেন তাসনিয়া ফারিণ। আরও থাকছেন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমাটি ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে প্রযোজনা করছেন শিরিন সুলতানা। আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির সম্ভাবনা রয়েছে।
দম
রেদওয়ান রনি পরিচালিত 'দম' সিনেমায় অভিনয় করছেন আফরান নিশো, পূজা চেরি ও চঞ্চল চৌধুরী। কাজাখস্তানের পর বর্তমানে বাংলাদেশে চলছে সিনেমাটির শুটিং। এসভিএফ আলফাআই এন্টারটেইনমেন্ট প্রযোজিত সিনেমাটি আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে।
বনলতা এক্সপ্রেস
আগামী ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় আছে তানিম নূর পরিচালিত 'বনলতা এক্সপ্রেস'। তারকাবহুল এই সিনেমায় অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, সাবিলা নূর, শরীফুল রাজ ও আজমেরী হক বাঁধন।
মালিক
ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্যে নির্মিত হচ্ছে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা 'মালিক'। সাইফ চন্দন পরিচালিত এই সিনেমায় শুভ-মিম জুটিকে 'তারকাঁটা' ও 'সাপলুডু'র পর আবারও একসঙ্গে দেখা যাবে।
রাক্ষস
সিয়াম আহমেদ ও ভারতের সুস্মিতা চ্যাটার্জি জুটির নতুন সিনেমা 'রাক্ষস'। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমার ফার্স্টলুক পোস্টার এরই মধ্যে প্রকাশিত হয়েছে। বর্তমানে এর শুটিং চলছে। চলতি বছরের যেকোনো ঈদে সিনেমাটি মুক্তি পেতে পারে।
রইদ
গত বছরের ১৬ ডিসেম্বর মেজবাউর রহমান সুমন পরিচালিত 'রইদ' সিনেমার ট্রেলার প্রকাশ পায়। চলতি বছরের ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (আইএফএফআর) এর আন্তর্জাতিক প্রিমিয়ার হবে। এরপর মুক্তি পাবে দেশের প্রেক্ষাগৃহে। এতে অভিনয় করেছেন নাজিফা তুষি, মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত প্রমুখ।
বনলতা সেন
মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত সরকারি অনুদানের সিনেমা 'বনলতা সেন'। জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার এবং নাম ভূমিকায় আছেন মাসুমা রহমান নাবিলা। আগামী ঈদুল ফিতরে মুক্তির তালিকায় থাকা এ সিনেমায় আরও আছেন সোহেল মণ্ডল ও নাজিবা বাশার।
পিনিক
শবনম বুবলী ও আদর আজাদ জুটির তৃতীয় সিনেমা 'পিনিক' মুক্তি পাবে চলতি বছর। জাহিদ জুয়েল পরিচালিত এবং ইউরো বাংলা এন্টারটেইনমেন্ট প্রযোজিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, আলী রাজ ও জয়িতা মহলানবীশ।
ট্রাইব্যুনাল
২০১১ সালে চট্টগ্রামে এক নারীকে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনা অবলম্বনে রায়হান খান নির্মাণ করছেন 'ট্রাইব্যুনাল'। এতে অভিনয় করেছেন মৌসুমী হামিদ, নুসরাত ফারিয়া, আদর আজাদ ও তারিক আনাম খান।
রঙ বাজার
রাশিদ পলাশ পরিচালিত 'রঙ বাজার' সিনেমায় অভিনয় করেছেন পিয়া জান্নাতুল, মৌসুমী হামিদ ও তানজিকা আমিন। সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তি পেতে পারে।
বিদায়
বাপ্পারাজ ও প্রার্থনা ফারদিন দীঘি অভিনীত সিনেমা 'বিদায়'। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমার শুটিং শেষ হয়েছে। চলতি বছরেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।


Comments