আফসানা মিমির ‘ইচ্ছেতলা’র প্রথম নাটক শুক্রবার

'বনের ধারে নদী' নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

দর্শকনন্দিত অভিনয়শিল্পী আফসানা মিমি 'ইচ্ছেতলা' নামে একটি সংগঠন করেছেন। শিশু-কিশোরদের জন্য এ সংগঠন থেকে শিশুদের ছবি আঁকা, গান শেখা, নাচ শেখানো হয়।

প্রথমবার এই সংগঠন থেকে 'বনের ধারে নদী' নামে একটি নাটক মঞ্চায়ন হতে যাচ্ছে।

আগামীকাল শুক্রবার রাজধানীর বেইলি রোডে মহিলা সমিতিতে বিকেল সাড়ে ৫টায় মঞ্চায়ন হবে প্রথম প্রদর্শনী। 

'বনের ধারে নদী' নাটকের দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে একই দিন সন্ধ্যা  ৭টা ৩০ মিনিটে।

'ইচ্ছেতলা'র পরিচালক আফসানা মিমি দ্য ডেইলি স্টারকে বলেন, 'বনের ধারে নদী ইচ্ছেতলার প্রথম প্রয়াস। "ইচ্ছেতলা" মূলত শিশু-কিশোরদের জন্য মুক্ত একটা পৃথিবী। এখানে শিশুরা নাচে, গান করে, ছবি আঁকে, সেইসঙ্গে দুনিয়াকে দেখতে শেখে, জীবনকে দেখতে শেখে।'

'শিশু-কিশোরদের জন্য আনন্দময় পৃথিবী গড়তে চাই,' বলেন তিনি।

'বনের ধারে নদী' নাটকটির নাট্যকার সৌমিত্র বসু। নির্দেশনায় মো. ফরহাদ আহমেদ শামীম। নির্দেশনা উপদেষ্টা আফসানা মিমি।

নাটকটিতে অভিনয় করছেন রাজকন্যা, হৃদো, দিব্য, প্রাপ্তি, অরুদ্ধ, যাইফ, সাচমিন, আরিবা, আমিরা, আনাস, আরুশা, আহনাফ, অনুস্কা, ঐশী, জয়িতা, আয়ানা প্রমুখ।

Comments

The Daily Star  | English
Rohingya children

Education at Rohingya camps in disarray

The funding shortfall stems largely from a drastic reduction in humanitarian aid by the US

8h ago