হত্যার হুমকি, ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা পাচ্ছেন শাহরুখ খান

shah rukh khan
বলিউডের শীর্ষ অভিনেতা শাহরুখ খান। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন পর 'জওয়ান' এবং 'পাঠান' সিনেমা দিয়ে একের পর এক রেকর্ড গড়ছেন শাহরুখ খান। কিন্তু সাফল্যের সঙ্গে হুমকিও আসতে শুরু করেছে তার কাছে।

হত্যার হুমকি পাওয়ায় ভারত সরকারের পক্ষ থেকে এই  অভিনেতার নিরাপত্তা বলয় নিয়ে আরও কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ফিল্মফেয়ারের প্রতিবেদনে বলা হয়, এখন থেকে 'ওয়াই প্লাস' ক্যাটাগরির নিরাপত্তা পাবেন শাহরুখ খান।

এতদিন শাহরুখের নিরাপত্তায় সবসময় দুজন পুলিশ কনস্টেবল থাকতেন। এখন তার নিরাপত্তার জন্য ৬ জন সশস্ত্র পুলিশ কমান্ডো থাকবেন। 

যাতায়াতের জন্য থাকবে বিশেষ গাড়ি। শাহরুখ খানের বাসভবন 'মান্নাত' এর সামনে নিরাপত্তার জন্য ২৪ ঘণ্টা ৪ পুলিশ সদস্য মোতায়েন করা হবে। 

তাদের সঙ্গে একে-৪৭ রাইফেল, গ্লক পিস্তল এবং এম-পি ৫ মেশিনগান থাকবে।

ফিল্মফেয়ার জানিয়েছে, 'পাঠান' সিনেমার প্রচারণার সময় থেকেই বিভিন্ন জায়গা থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছিলেন বলিউড বাদশা। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও ভয় দেখানো হয়েছে তাকে। 

এ কারণে তাকে এখন থেকে বাড়তি নিরাপত্তায় রাখা হবে।
 

Comments

The Daily Star  | English

Can economy turn around in 2026?

A full economic turnaround may take time, as any new government will need time to implement policies

15h ago