বড়দিনে আসছে কার্তিক আরিয়ান–শ্রীলিলা জুটির প্রথম সিনেমা

কার্তিক আরিয়ান ও শ্রীলিলা । সংগৃহীত ছবি

বছরের অন্যতম প্রতীক্ষিত বলিউড সিনেমাগুলোর একটি হিসেবে ধরা হচ্ছে কার্তিক আরিয়ান ও শ্রীলিলার সিনেমাকে। নির্মাতা অনুরাগ বসুর পরিচালনায় প্রথমবার একসঙ্গে পর্দায় দেখা যাবে এই জুটিকে।

আগামী বড়দিনে (২৫ ডিসেম্বর) সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলে বলিউড হাঙ্গামার প্রতিবেদনে বলা হয়েছে।

ভূষণ কুমারের টি-সিরিজ প্রযোজিত সিনেমা নিয়ে ইতোমধ্যে ইন্ডাস্ট্রিতে বড় আলোচনা তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি বক্সঅফিসে ভালো ব্যবসা করতে পারবে।

তবে গল্পের খুঁটিনাটি এখনো গোপন রাখা হয়েছে। অবশ্য সিনেমাটির সঙ্গে জড়িত সূত্রগুলো খবর বলছে, এতে থাকবে শক্তিশালী ড্রামা, সঙ্গে বসুর স্বভাবসুলভ কল্পনার ছোঁয়া। বড় পরিসরে নির্মিত সিনেমাটিতে সংগীত ও ভিজ্যুয়ালও সাজানো হবে মুক্তির সময়ের জাঁকজমক অনুযায়ী।

কার্তিক আরিয়ান একের পর এক বক্সঅফিসে হিট সিনেমা উপহার দিয়েছেন। এবার তিনি এমন একটি চরিত্রে অভিনয় করবেন যা তার অভিনয় পরিসরে নতুন মাত্রা যোগ করবে।

অন্যদিকে শ্রীলিলার জন্য এটি হবে এখন পর্যন্ত সবচেয়ে বড় হিন্দি প্রকল্প। যা তাকে প্যানইন্ডিয়া তারকা খ্যাতি এনে দিতে পারে।

Comments

The Daily Star  | English

One killed in crude bomb blast during clash at Mohammadpur Geneva Camp

Several crude bombs exploded during the clash around 3:30am, police say

49m ago