বিয়ের পর রণবীর আরও পরিণত হয়েছেন: সুভাষ ঘাই

ছবি: সংগৃহীত

বলিউডের প্রবীণ চলচ্চিত্র নির্মাতা সুভাষ ঘাই বলেছেন, রণবীর কাপুর বিয়ের পর আরও পরিণত হয়েছেন।

সিএনএন-নিউজ১৮কে দেওয়া এক সাক্ষাৎকারে সুভাষ ঘাই এ মন্তব্য করেন।

রণবীরের ব্যক্তিত্ব নিয়ে কথা বলতে গিয়ে ঘাই বলেন, 'রণবীর জীবনকে ভালোভাবে বোঝেন। বিয়ের পর তিনি আরও পরিণত হয়েছেন। এখনো তিনি বয়স্কদের সম্মান করেন, দেখা হলেই পা ছুঁয়ে প্রণাম করেন। তার মূল্যবোধ এখনো অটুট আছে।'

'আসলে যারা নতুন এসেছে তারা রণবীরের চেয়ে বেশি ছটফট করে। অথচ তিনি এখনো নম্র ও অত্যন্ত সরল মনের মানুষ।'

সুভাষ ঘাই ঋষি ও রণবীরের মধ্যে প্রজন্মগত পার্থক্য নিয়ে উদাহরণ টানেন। তাদের সম্পর্ককে সাধারণ বাবা-ছেলের সম্পর্কের মতো বলে মন্তব্য করেন।

তার ভাষ্য, 'ঋষি কাপুর ও রণবীর কাপুর দুই ভিন্ন ব্যক্তিত্ব। অন্য তরুণদের মতো রণবীরও আলাদা জীবনযাপন করতেন। সাধারণ বাবাদের মতো ঋষি তা পছন্দ করতেন না। তাই দুইজন অনেক ঝগড়া করতেন। ঠিক যেমন সাধারণ বাবা-ছেলের মধ্যে হয়। তবে তাদের মধ্যে ভালোবাসা ছিল অনেক।'

এই নির্মাতা জানান, রণবীর পশ্চিমা চিন্তাধারার দিকে বেশি ঝুঁকছেন বলে ঋষি বেশ চিন্তিত থাকতেন।

'ঋষি সবসময় ভাবতেন, রণবীর পশ্চিমা সিনেমার দিকে ঝুঁকছেন। তিনি সবসময় মনে করতেন, সফল হতে হলে তাকে পুরোপুরিভাবে হিন্দি সিনেমাকে ধারণ করতে হবে,' বলেন ঘাই।

রণবীরের বর্তমান অবস্থান নিয়ে ঘাই দুঃখ প্রকাশ করেন যে, ঋষি কাপুর তার সন্তানের সাফল্য পুরোপুরি দেখে যেতে পারেননি।

ঘাই বলেন, যখন রণবীর কোনো চরিত্রে অভিনয় করেন, তিনি সম্পূর্ণভাবে তাতে নিমগ্ন থাকেন। তিনি নিজেকে অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছেন। তারপর নিজেকে প্রমাণ করেছেন। তিনি একজন অসাধারণ অভিনেতা।

'ঋষিকে স্মরণ করে কখনও কখনও আমি ভাবি, যদি তিনি বেঁচে থাকতেন তাকে বলতাম, দেখুন আপনার ছেলে কোথায় পৌঁছেছে,' বলেন সুভাষ ঘাই।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

3h ago