ম্যানেজার থেকে শাহরুখের ডানহাত, কত পারিশ্রমিক পান পূজা দাদলানি

শাহরুখ খান ও পূজা দাদলানি। ছবি: সংগৃহীত

বলিউড 'বাদশা' শাহরুখ খান শুধু চলচ্চিত্র জগতের প্রাণ নন, তিনি কোটি ভক্তের হৃদয়ের 'কিং খান'। কঠোর পরিশ্রম, আকর্ষণীয় ব্যক্তিত্ব ও অভিনয়গুণ তাকে এনে দিয়েছে ভালোবাসা, খ্যাতি ও সম্পদ। আর কিং খানের প্রতিটি উদ্যোগের পেছনে আছেন একজন বুদ্ধিদীপ্ত ও কৌশলী নারী পূজা দাদলানি।

পূজা দাদলানি। ছবি: সংগৃহীত

পূজা দাদলানি গত ১২ বছর ধরে শাহরুখ খানের ম্যানেজার, সহযোগী এবং অনেক ক্ষেত্রেই তার নেপথ্যের কারিগর। তাই শাহরুখ বলিউড বাদশা হলে, পূজাকে বলা যেতে পারে সেই রাজ্যের 'ওয়াজির', যার পরামর্শ ছাড়া বাদশা কোনো সিদ্ধান্ত নেন না। তিনি কেবল একজন ম্যানেজার নন, নিষ্ঠা, একাগ্রতা ও দক্ষতার কারণে এখন খান পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন।

এসব কারণ অনেকের মনে প্রশ্ন জাগে, বলিউডের সবচেয়ে বড় তারকার হয়ে কাজ করে পূজা দাদলানি কত আয় করেন? চলুন, এবার জেনে নেওয়া যাক শাহরুখ খানের এই বিশ্বস্ত সহযাত্রীর গল্প।

কে এই পূজা দাদলানি

পূজা দাদলানি কেবল একজন ম্যানেজার নন, তিনি শাহরুখ খানের পেশাগত ও ব্যবসায়িক জগতের অন্যতম চালিকাশক্তি। মুম্বাইয়ে জন্ম নেওয়া পূজা ২০১২ সাল থেকে শাহরুখ খানের সঙ্গে কাজ করছেন। এই ১২ বছরে তিনি কেবল সহকর্মী হিসেবে নয়, খান পরিবারের একজন সদস্য হয়ে উঠেছেন।

শাড়িতে পূজা দাদলানি। ছবি: সংগৃহীত

তিনি শাহরুখ খানের চলচ্চিত্র, ব্র্যান্ড চুক্তি, প্রোডাকশন হাউজ রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স দেখভাল করেন। তার তত্ত্বাবধানে সবকিছুই অত্যন্ত সুশৃঙ্খলভাবে চলে।

গণযোগাযোগে স্নাতক সম্পন্ন করা পূজা দাদলানি অল্প বয়স থেকেই কাজ শুরু করেন। বর্তমানে তিনি দেশের ভেতরে ও বাইরে কিং খানের ব্যস্ত সময়সূচি সামলান। পেশাগত সিদ্ধান্ত, আইনি বিষয়, এমনকি বড় ব্যবসায়িক উদ্যোগেও তিনি শাহরুখের ডানহাত।

শাহরুখ খানের সঙ্গে পূজা দাদলানি। ছবি: সংগৃহীত

পূজা দাদলানির আয় কত

পরিশ্রম, সততা ও নিষ্ঠার মাধ্যমে পূজা দাদলানি ধীরে ধীরে সাফল্যের শীর্ষে পৌঁছেছেন। আজ তিনি শুধু ভালো আয়ই করেন না, বরং ভারতের সবচেয়ে বেশি আয় করা সেলিব্রিটি ম্যানেজারদের একজন হয়ে উঠেছেন।

তিনি শাহরুখ খানের পেশাগত জীবনকে এমনভাবে পরিচালনা করেন যে, কিং খান ব্যক্তিগত জীবনে নিশ্চিন্তে সময় কাটাতে পারেন। কিন্তু এমন সুনিপুণভাবে এক সুপারস্টারের জীবনকে পরিচালনা করার জন্য নিজে কত পারিশ্রমিক পান?

স্বামী ও কন্যার সঙ্গে পূজা দাদলানি। ছবি: সংগৃহীত

সেয়াসাতের এক রিপোর্ট অনুযায়ী ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে পূজা দাদলানির বার্ষিক আয় ছিল প্রায় ৭ থেকে ৯ কোটি রুপির মধ্যে।

২০২৫ সালে শাহরুখ খানের ফ্যান ক্লাব সূত্রের বরাত দিয়ে বলিউড শাদিজের প্রতিবেদনে বলা হয়, তার বেতন এখন ৯ কোটির বেশি। এর ফলে তিনি এখন দেশের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত সেলিব্রিটি ম্যানেজার হিসেবে পরিচিত। শাহরুখ খানের সঙ্গে তার এই দীর্ঘ যাত্রা আজও সফলভাবে এগিয়ে চলছে। এই খ্যাতি পূজাকে ভারতের বিনোদন জগতের সবচেয়ে প্রভাবশালী নারীদের একজন করে তুলেছে।

শাহরুখ খান, গৌরী খান ও পূজা দাদলানি। ছবি: সংগৃহীত

পূজা দাদলানির ব্যক্তিগত জীবন

পেশাগত জীবনের পাশাপাশি পূজা দাদলানি একজন পরিবারপ্রেমী নারী। তিনি ২০০৮ সালে হিতেশ গুরনানিকে বিয়ে করেন। তাদের রেইনা নামের কন্যাসন্তান আছে, যার জন্ম ২০১৬ সালে। রেইনা মায়ের সঙ্গে প্রায়ই শাহরুখ খানের দেশ-বিদেশের সফরে যায়। এমনকি শাহরুখ খানের পুত্র আব্রামের সঙ্গেও রেইনার বন্ধুত্ব আছে। পূজা দাদলানি যেমন দক্ষভাবে শাহরুখ খানের ক্যারিয়ার সামলান, তেমনই নিখুঁতভাবে নিজের পরিবার সামলান।

পূজা দাদলানি। ছবি: সংগৃহীত

ভারতের বিনোদন দুনিয়ায় পূজা দাদলানি এখন এক অনন্য নাম। তিনি প্রমাণ করেছেন, আলোয় না থেকেও কেউ কীভাবে আলো ছড়ানো যায়।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

3h ago