শাকিব খানের ‘তুফান’ সিনেমায় চঞ্চল চৌধুরী

শাকিব খান ও চঞ্চল চৌধুরী। ছবি: সংগৃহীত

রায়হান রাফী পরিচালিত 'তুফান' সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা। ইতোমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে ভারতে। নতুন করে এই সিনেমায় যুক্ত হয়েছেন চঞ্চল চৌধুরী।

চঞ্চল চৌধুরী বলেন, 'তুফান সিনেমায় আমাকে বিশেষ একটা চরিত্রে দেখা যাবে। শাকিবের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কের জায়গা একদম অন্যরকম। আশা করি তার সঙ্গে কাজ করে ভালো লাগবে। আর এতো বড় তিনটা প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়েছে, অবশ্যই ভালো কিছুই হবে।'

'তুফান' সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ, আলফা আই ও চরকি।

পরিচালক রায়হান রাফী বলেন, 'চঞ্চল ভাই আমাদের দেশের শক্তিমান অভিনেতা। তুফান সিনেমায় শাকিব ভাইয়ের সঙ্গে ওনাকেও পাওয়াটা আমার জন্য আনন্দের।'

Comments

The Daily Star  | English

NBR member travels to Australia without govt approval

A Dhaka court imposed a travel ban on him on January 29 this year

17m ago