হলে যাচ্ছেন তারকারা, খোঁজ নিচ্ছেন সিনেমার

ছবি: সংগৃহীত

নতুন সিনেমা মুক্তি পাওয়া মানেই তারকাদের ব্যস্ততা বেড়ে যাওয়া। তারা হলে গিয়ে দর্শকদের প্রতিক্রিয়া দেখেন। দর্শক সিটে বসে সিনেমা দেখেন। শোবিজে এটা দীর্ঘদিন ধরে চলে আসা একটি রীতি। এবার ঈদেও এই রীতি দেখা গেছে। ঈদের দিন থেকে তারকারা হলে হলে ছুটে বেড়াচ্ছেন।

এবার ঈদে ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে। এই সিনেমাগুলোর তারকারা ব্যস্ত সময় পার করছেন। যেমন তাণ্ডবের কথা দিয়েই শুরু করা যাক।

শাকিব খান, জয়া আহসান অভিনীত তাণ্ডব মুক্তি পেয়েছে ঈদের দিন। মুক্তির দিন জয়া আহসান রাজধানীর একটি হলে যান। সেখানে দর্শকের সঙ্গে কথা বলেন। অবশ্য, তাণ্ডব সিনেমার আরও বেশ কজন ঈদের দিন হল পরিদর্শন করেছেন।

জয়া আহসান বলেন, 'হল ভিজিটে খুব ভালো লেগেছে। তাণ্ডব সিনেমা নিয়ে দর্শকের বিপুল আগ্রহ আছে। এটা আমার জন্য আনন্দের ব্যাপার।'

বাঁধন অভিনীত নতুন সিনেমা এশা মার্ডার মুক্তি পেয়েছে এই ঈদে। বাঁধন হলে গিয়ে ঘুরে দেখেছেন। তিনি সিনেমার খোঁজখবর নিয়েছেন। বাঁধন বলেন, 'এশা মার্ডার সিনেমার জন্য হলে যাই। সেখানে দর্শকের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। আমার বিশ্বাস এভাবেই দর্শক পাশে থাকবেন। তারাই বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাবেন।'

চঞ্চল চৌধুরী অভিনীত নতুন সিনেমা উৎসব মুক্তি পেয়েছে ঈদের দিন। অন্য তারকাদের মতো তিনিও হল ভিজিট করেন। তিনি বলেন, 'উৎসব পারিবারিক গল্পের সিনেমা। দারুণ একটি সিনেমা । হলে গিয়ে দর্শকের কাছ থেকে ভালো সাড়া পেয়েছি।'

তানিম নূর পরিচালিত উৎসব সিনেমার জন্যও হল ভিজিট করেন জয়া আহসান। কারণ তিনিও সিনেমাটিতে অভিনয় করেছেন। জয়া আহসান বলেন, 'উৎসব সিনেমার জন্যও হল ভিজিট করেছি। দর্শকের মধ্যে ভালো আগ্রহ দেখেছি।'

এছাড়া উৎসব সিনেমার অন্য অভিনয়শিল্পীদের মধ্যে অপি করিম, সৌম্য, সাদিয়া আয়মানও হল ভিজিটে যাচ্ছেন।

নতুন প্রজন্মের নায়িকা মন্দিরা চক্রবর্তী অভিনীত নীলচক্র মুক্তি পেয়েছে এই ঈদে। তিনিও হল ভিজিট করে খুব কাছ থেকে দর্শকের প্রতিক্রিয়া দেখেছেন। তিনি বলেন, 'দর্শকের ভালোবাসার কাছে আমি কৃতজ্ঞ। আমি চাই, দর্শক নীলচক্রের পাশে থাকুন।'

এদিকে প্রথমবার শাকিব খানের বিপরীতে অভিনয়ে করেছেন সাবিলা নূর। তিনিও হল ভিজিটে যান।

তাসনিয়া ফারিণ অভিনীত ইনসাফ সিনেমা মুক্তি পেয়েছে ঈদের দিন। ফারিণ দর্শকের সঙ্গে সরাসরি কথা বলেছেন।

আদর আজাদ ও পূজা চেরি অভিনীত টগর সিনেমা মুক্তি পেয়েছে ঈদের দিন। এই জুটিও হল ভিজিট করেছেন। তারা দর্শকের সঙ্গে কুশল বিনিময় করেছেন। সিনেমার ব্যাপারে খোঁজ নিয়েছেন।

অবশ্য এখনো শাকিব খান হল ভিজিটে যাননি। শরীফুল রাজও যাননি। তবে, শরীফুল রাজ শিগগিরই হল ভিজিটে যাবেন বলে জানা গেছে।

Comments

The Daily Star  | English

15 military officers held in army custody taken to ICT amid tight security

The tribunal is set to review the progress of two cases of enforced disappearance

17m ago