প্রেমের গল্পের পাশাপাশি থাকবে পুরান ঢাকার সংস্কৃতি: বুবলি

শবনম বুবলি। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার অভিনেত্রী শবনম বুবলি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে ছিলেন পুত্র বীরকে নিয়ে। গত সপ্তাহে দেশে ফিরেই নতুন সিনেমা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন।

নায়ক আদর আজাদের সঙ্গে জুটি হয়ে চতুর্থ সিনেমায় অভিনয় করবেন বুবলি। সিনেমার নাম 'ঢাকাইয়া দেবদাস'। সিনেমাটি পরিচালনা করবেন জাহিদ হোসেন।

সিনেমায় আদর আজাদকে দেখা যাবে আধুনিক একজন ব্যর্থ প্রেমিক হিসেবে। আর বুবলি থাকছেন গল্পের কেন্দ্রীয় চরিত্রে।

সিনেমাটিতে আরও অভিনয় করবেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপুসহ অনেকেই।

শবনম বুবলি বলেন, 'বেশকিছু সিনেমার প্রস্তাব আসলে রয়েছে। কিছু ছবি মুক্তির অপেক্ষায়। অনেকদিন যুক্তরাষ্ট্রে ছিলাম। এবার নতুন উদ্যমে "ঢাকাইয়া দেবদাস" ছবির কাজ শুরু করতে যাচ্ছি।'

তিনি বলেন, 'এটি সুন্দর গল্পের একটি সিনেমা। আমার চরিত্রটিও চ্যালেঞ্জিং। সবমিলিয়ে নতুন মিশনের জন্য তৈরি।'

সিনেমা সম্পর্কে তিনি বলেন, '"ঢাকাইয়া দেবদাস" মূলত প্রেমের গল্পের সিনেমা। প্রেমের গল্পের পাশাপাশি পুরান ঢাকার কৃষ্টি ও সংস্কৃতি উঠে আসবে এই সিনেমায়।'

মুক্তির অপেক্ষায় আছে বুবলি অভিনীত তিনটি সিনেমা—'পিনিক', 'সর্দার বাড়ির খেলা' ও 'শাপলা শালুক'।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

1d ago