শেকড়ের সন্ধানে ‘জয়া’

জয়া চরিত্রে অভিনয় করেছেন জ্যোতি সিনহা। ছবি: সংগৃহীত

শহরে বড় হওয়া মণিপুরি মেয়ে জয়া একদিন মৃত্যুপথযাত্রী মায়ের কাছে জানতে পারে তার বিস্ময়কর আত্মপরিচয়। সেই পরিচয় আর শেকড়ের সন্ধানে জয়া একদিন রওনা হয় মণিপুরি পাড়ায়।

শুভাশিস সিনহার রচনা ও পরিচালনায় এমন গল্পে নির্মিত নাটক 'জয়া'।

নাটকটিতে জয়ার ভূমিকায় অভিনয় করেছেন জ্যোতি সিনহা। এতে আরও আছেন, গৌরহরি চ্যাটার্জী, নির্মল কুমার সিনহা, অঞ্জনা সিনহা, সজলকান্তি সিংহ, স্বর্ণালী শর্মা, চয়ন, সমরজিৎ, শাশ্বতীসহ মণিপুরি থিয়েটার ও মণিপুরি সম্প্রদায়ের অভিনয়শিল্পীরা।

নাটকের চিত্রগ্রাহক আবিদ মল্লিক, প্রযোজক উত্তম কুমার সিংহ, শিল্প নির্দেশক সজলকান্তি সিংহ, সংগীতে শর্মিলা সিনহা, সম্পাদনায় ফয়সাল নিপুণ, সহকারী পরিচালনায় জন উইলিয়াম।

বিশ্ব আদিবাসী দিবসের আগের দিন আগামী শুক্রবার রাত সাড়ে ৯টায় এনটিভিতে প্রচার হচ্ছে নাটকটি।

Comments