নিহা অভিনীত নতুন নাটক ‘সহযাত্রী’

নাজনীন নিহা। ছবি: সংগৃহীত

নতুন প্রজন্মের অভিনেত্রী নাজনীন নিহা অভিনীত 'মন দুয়ারী', 'মেঘবালিকা', 'চুপকথা'সহ বেশকিছু নাটক দর্শকরা পছন্দ করেছেন। 

এই তালিকায় যোগ হয়েছে নতুন নাটক 'সহযাত্রী'। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মিত নাটকটি সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। 

জোবায়েদ আহসানের রচনায় নাটকটির চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। 

'সহযাত্রী' নাটকের গল্প বৈবাহিক সম্পর্ক নিয়ে। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মিত নাটকটি বার্তা দিচ্ছে, দাম্পত্য জীবন মানে দায়িত্ব, বোঝাপড়া আর সহনশীলতা। বিচ্ছেদের নয়, সম্পর্ক টিকিয়ে রাখার বার্তা।  

'সহযাত্রী' নাটকে নাজনীন নিহার বিপরীতে আছেন ফারহান আহমেদ জোভান। এছাড়া বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ডা. এজাজুল ইসলাম, সুষমা সরকার, শিল্পী সরকার অপু, মনিরা আক্তার মিঠু, ডিকন নূর, আশরাফুল আলম সোহাগ প্রমুখ।

Comments

The Daily Star  | English

Only one agreement under Indian line of credit cancelled: Foreign adviser

Touhid says several agreements mentioned in social media discussions 'don't even exist'

1h ago