কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে টেলিভিশনে নাটক-সিনেমা

বনের পাপিয়া নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

জাতীয় কবি নজরুল ইসলামের ৪৬তম প্রয়াণ দিবস আজ। এ উপলক্ষে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে জাতীয় কবির লেখা গল্প, উপন্যাস থেকে নাটক ও সিনেমা।

বিটিভিতে আজ শনিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক 'বনের পাপিয়া'। কাজী নজরুল ইসলামের মূল গল্প থেকে নাট্যরূপ দিয়েছেন খায়রুল আলম সবুজ। প্রযোজনা করেছেন শাহজামান মিয়া। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ, ফারহানা মিলি, জয়রাজ, শিরিন আলমসহ অনেকেই।

‘মেহের নিগার’ সিনেমা দৃশ্য। ছবি: সংগৃহীত

চ্যানেল আইতে বিকাল ৩টা ৫ মিনিটে প্রচারিত হবে কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে নির্মিত বাংলা চলচ্চিত্র 'মেহের নিগার'। সিনেমাটি পরিচালনা করেছেন মৌসুমী ও মুশফিকুর রহমান গুলজার। অভিনয় করেছেন মৌসুমী, ফেরদৌস, ইরিন জামান, প্রবীর মিত্র, রিনা খান, নাদের চৌধুরী, শহিদুল আলম সাচ্চু ও নাসরিন।

মাছরাঙা টেলিভিশনে রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হবে কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে টেলিফিল্ম 'রাক্ষুসী'। রুশো রকিবের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন শর্মী মালা, শাহাদাত, নাজিরা মৌ ।

‘রাক্ষুসী’ টেলিফিল্মের দৃশ্য। ছবি: সংগৃহীত

আরটিভিতে বিকাল ৫টায় প্রচারিত হবে বিশেষ নাটক 'মেহের নিগার'। কাজী নজরুল ইসলামের মূল গল্প থেকে চিত্রনাট্য লিখেছেন শ্রাবনী ফেরদৌস। পরিচালনা করেছেন শুভ্র খান। অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, মনোজ কুমার।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

1d ago