ইরানের চলচ্চিত্র উৎসবে জয়া আহসানের সিনেমা

ইরানের চলচ্চিত্র উৎসবে জয়া আহসানের সিনেমা
জয়া আহসান। ছবি: সংগৃহীত

ইরানের চলচ্চিত্র উৎসবে মূল ক্যাটাগরিতে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান অভিনীত সিনেমা 'ফেরেশতে'।

তেহরানে ৪২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইরানের বিখ্যাত চলচ্চিত্রকারদের সিনেমার সঙ্গে লড়বে মুর্তজা অতাশ জমজম পরিচালিত সিনেমাটি।

সিনেমায় জয়া অভিনয় করেছেন একজন সংগ্রামী নারীর চরিত্রে।

ইরানের চলচ্চিত্র উৎসবে জয়া আহসানের সিনেমা
‘ফেরেশতে’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

জানা গেছে, ১০৬টি  ইরানি সিনেমা থেকে ২২টি  সিনেমা 'সি মোর্গ ব্লুরিন' প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। তার মধ্যে একমাত্র ফেরশতে হচ্ছে যৌথ প্রযোজনার সিনেমা।

আগামী মাসের প্রথম সপ্তাহে এই উৎসব অনুষ্ঠিত হবে।

গত বছর ভারতের গোয়া চলচ্চিত্র উৎসবে ফেরেশতে প্রদর্শিত হয়েছে। এ ছাড়া চলতি মাসে ঢাকায় অনুষ্ঠেয় ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও এটি প্রদর্শিত হবে।

Comments

The Daily Star  | English

This victory belongs to the students, not any faction: Shadik Kayem

Newly elected Ducsu VP says they do not want to mark victory with rallies

37m ago