জয়া আহসানের ‘ফেরেশতে’ মুক্তি পাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে

নতুন লুকে জয়া
জয়া আহসান। স্টার ফাইল ফটো

জয়া আহসান অভিনীত ও বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত 'ফেরেশতে' মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। শিগগিরই ঘোষণা হবে মুক্তির তারিখ।

স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি মাসের ১২ সেপ্টেম্বর দেশের হলে মুক্তি পেতে পারে ফেরেশতে।

গত সোমবার কেরানীগঞ্জের লায়ন সিনেমাসের ফেসবুক পেজে 'ফেরেশতে' সিনেমার পোস্টার শেয়ার করে লেখা হয়েছে, শিগগিরই আসছে।

স্টার সিনেপ্লেক্স সূত্র দ্য ডেইলি স্টারকে জানিয়েছে, 'ফেরেশতে' সিনেমার মুক্তি নিয়ে সিনেমাসংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। তারা ১২ সেপ্টেম্বর মুক্তি দিতে চাচ্ছেন।

ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম নির্মিত সিনেমাটিতে সমাজের সুবিধাবঞ্চিত পরিবারের মানবিক গল্প ফুটে উঠেছে। জয়া আহসান ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন-সুমন ফারুক, রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা ও শিশুশিল্পী সাথী। সিনেমাটির সহপ্রযোজকও জয়া নিজেই।

২০২২ সালে নির্মিত 'ফেরেশতে' সিনেমাটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেশ প্রশংসিত হয়েছে।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

1h ago