জয়া আহসানের ‘ফেরেশতে’ মুক্তি পেল আজ

বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনার চলচ্চিত্র 'ফেরেশতে' মুক্তি পেয়েছে আজ শুক্রবার। পরিচালনা করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ।
ফেরেশতে সিনেমার অন্যতম প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন দুই বাংলার সফল অভিনেত্রী জয়া আহসান।
আরও অভিনয় করেছেন, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু ও সুমন ফারুক প্রমুখ।
ফেরেশতে মূলত প্রান্তিক মানুষের জীবনের গল্প। তাদের সংগ্রামের গল্প।
বাংলাদেশে মুক্তির আগে ফেরেশতে সিনেমাটি ইরানের ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়।
গত বছর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও সিনেমাটি প্রদর্শিত হয়েছে।
Comments