পথের পাঁচালীর ‘দুর্গা’ উমা দাশগুপ্ত মারা গেছেন

উমা দাশগুপ্ত। ছবি: সংগৃহীত

কালজয়ী 'পথের পাঁচালী' সিনেমার 'দুর্গা' চরিত্রের অভিনেত্রী উমা দাশগুপ্ত মারা গেছেন। 

আজ সোমবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

ভারতের একাধিক সংবাদমাধ্যম তার মৃত্যুর বিষয়টি প্রকাশ করেছে।

দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন উমা দাশগুপ্ত। মাসখানেক আগেও একবার তার মৃত্যুর গুজব ছড়িয়েছিল। তবে এবার সত্যিই চলে গেলেন তিনি।

'পথের পাঁচালী' চলচ্চিত্রে কিশোরী দুর্গা চরিত্রকে পর্দায় জীবন্ত করেছিলেন উমা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস 'পথের পাঁচালী' অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেন সত্যজিৎ রায়। শুধু একটি ছবিতে অভিনয় করেই বিশ্বজোড়া খ্যাতি পেয়েছেন উমা দাশগুপ্ত।

এরপর আর তাকে পর্দায় দেখা যায়নি। পেশাগত জীবনে তিনি ছিলেন শিক্ষক।

শৈশব থেকেই থিয়েটার করতেন উমা দাশগুপ্ত। যে স্কুলে পড়তেন, সেখানকার প্রধান শিক্ষকের সঙ্গে সত্যজিৎ রায়ের পরিচয় ছিল। আর সেই শিক্ষকের সুবাদেই দুর্গা চরিত্রের জন্য উমাকে খুঁজে নিয়েছিলেন সত্যজিৎ রায়।

Comments

The Daily Star  | English

'We too shall see how the election is held'

Sarjis says after EC secretary rules out allocating ‘Shapla’ symbol to NCP

38m ago