‘ব্যাটম্যান’ ও ‘টপ গান’খ্যাত অভিনেতা ভ্যাল কিলমার মারা গেছেন

ভ্যাল কিলমার। ছবি: এপি

নিজের প্রজন্মের অন্যতম জনপ্রিয় হলিউড অভিনেতা ভ্যাল কিলমার ৬৫ বছর বয়সে মারা গেছেন।

কয়েক বছর ধরে গলার ক্যানসারের সঙ্গে লড়াই করে আসছিলেন ভ্যাল কিলমার। তার শেষ চলচ্চিত্র ছিল ব্লকবাস্টার 'টপ গান: ম্যাভেরিক'; যেখানে তার অসুস্থতাকে গল্পের অংশ হিসেবে তুলে ধরা হয় এবং তার চরিত্র আইসম্যানের মৃত্যু দেখানো হয়।

আজ বুধবার দ্য নিউ ইয়র্ক টাইমস ভ্যাল কিলমারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

কিলমার ১৯৮৬ সালের 'টপ গান' সিনেমায় টম ক্রুজের সঙ্গে আইসম্যান চরিত্রে অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেন। পরে তিনি ১৯৯৫ সালের ব্লকবাস্টার 'ব্যাটম্যান ফরএভার'-এ ব্রুস ওয়েন/ব্যাটম্যান চরিত্রে অভিনয় করেন। তবে এটি তার একমাত্র ব্যাটম্যান চলচ্চিত্র ছিল। পরবর্তী সিনেমা 'ব্যাটম্যান অ্যান্ড রবিন- এ চরিত্রটি জর্জ ক্লুনির হাতে চলে যায়।

ভ্যাল কিলমার অ্যানিমেটেড চলচ্চিত্র 'দ্য প্রিন্স অব ইজিপ্ট'- এ মূসার চরিত্রে কণ্ঠ দিয়েছেন এবং পশ্চিমা ক্লাসিক 'টম্বস্টোন'-এ ডক হলিডে চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া 'দ্য ডোরস' সিনেমায় কিংবদন্তি রক তারকা জিম মরিসনের ভূমিকায় তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়।

কিলমারের অন্যতম স্মরণীয় চরিত্র ছিল 'হিট' (১৯৯৫) সিনেমায়, যেখানে তিনি আল পাচিনো ও রবার্ট ডি নিরোর সঙ্গে অভিনয় করেন। এ সিনেমার একটি সিক্যুয়েল নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল এবং মাত্র কয়েকদিন আগেই পরিচালক মাইকেল মান নিশ্চিত করেন যে তিনি চিত্রনাট্য জমা দিয়েছেন।

২০২১ সালে 'ভ্যাল' শিরোনামের এক প্রামাণ্যচিত্রে তার জীবন কাহিনি তুলে ধরা হয়, যেখানে কণ্ঠ দিয়েছেন তার ছেলে। কিলমারের অভিনীত চলচ্চিত্রসমূহ বিশ্বব্যাপী ৩.৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশি আয় করেছে।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

4h ago