দ্বিতীয় সপ্তাহে হাউসফুল ‘চক্কর ৩০২’

‘চক্কর ৩০২’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

শরাফ আহমেদ জীবন পরিচালিত সিনেমা 'চক্কর ৩০২' সিনেমা মুক্তি পেয়েছে ঈদের দিন। এই সিনেমায় অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। সেখানে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

সরকারি অনুদানে নির্মিত 'চক্কর ৩০২' সিনেমার গল্প মূলত থ্রিলার ধরনের। আজ ১১ এপ্রিল থেকে 'চক্কর ৩০২' সিনেমা প্রদর্শিত হচ্ছে সনি স্কয়ারে। প্রথম শো হাউসফুল ছিল।

পরিচালক শরাফ আহমেদ জীবন আজ শুক্রবার বিকেলে দ্য ডেইলি স্টারকে বলেন, আমি বারবার বলে আসছি আমি এমন একটি সিনেমা বানিয়েছি যার গল্পই সব। শিল্পীরা অবশ্যই দুর্দান্ত অভিনয় করেছেন। কিন্তু গল্প এর অন্যতম শক্তি।

'শুরুতে শো কম ছিল। সেই আফসোসটা কিছুটা হলেও আজ থেকে কমেছে। আজ থেকে সনিতে প্রদর্শিত হচ্ছে। আমি চাই বেশি সংখ্যক দর্শকরা চক্কর দেখুক', বলেন তিনি।

কতটা সাড়া পাচ্ছেন, প্রশ্নের জবাবে পরিচালক বলেন, দারুণ সাড়া পাচ্ছি। আজও হাউসফুল ছিল। আমরা মোশাররফ করিম ভাইকে নিয়ে হল ভিজিট করেছি। চক্কর সিনেমার আরও অনেকেই ছিলেন আজ।

মোশাররফ করিম ডেইলি স্টারকে বলেন, চক্কর সিনেমা আমি দেখেছি প্রেক্ষাগৃহে। আমার খুব ভালো লেগেছে। দর্শকরা যারা দেখেছেন, তারাও প্রশংসা করছেন। আমার কাছের মানুষরা ভালো বলছেন। তার মানে চক্কর দর্শকদের।

'আমি খুব আনন্দিত। চক্কর মানুষ দেখছে। আজ হলে এসে খুব ভালো লাগছে। এভাবেই দর্শকরা চক্করের পাশে থাকবেন, এটাই প্রত্যাশা করছি', বলেন তিনি।

দর্শকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে সনিতে মোশাররফ করিম, পরিচালক শরাফ আহমেদ জীবন ছাড়াও উপস্থিত ছিলেন সুমন আনোয়ার, মৌসুমী নাগ, রওনক হাসান প্রমুখ। মোশাররফ করিমের স্ত্রী অভিনেত্রী জুই করিমও ছিলেন সঙ্গে।

রওনক হাসান বলেন, দর্শকদের উচ্ছ্বাস দেখে ভীষণ ভালো লেগেছে। দর্শকরা গল্পের সঙ্গে মিশে গেছেন। এভাবেই দেশের সিনেমা এগিয়ে যাক।

মৌসুমী নাগ বলেন, আগেও হল ভিজিট করেছি এবং আজও ভিজিট করলাম। দর্শকরা মুগ্ধ করেছেন আমাদের। চক্কর সিনেমার পুরো টিম কৃতজ্ঞতা জানাচ্ছি দর্শকদের।

'চক্কর ৩০২' সিনেমায় মোশাররফ করিম অভিনয় করেছেন মঈনুল চরিত্রে।

সবশেষে পরিচালক শরাফ আহমেদ জীবন বলেন, চক্কর আমাদের গল্প। এই দেশের গল্প। আমাদের জীবনের গল্প।

Comments

The Daily Star  | English
education in Bangladesh

As a nation, we are not focused on education

We have had so many reform commissions, but none on education, reflecting our own sense of priority.

15h ago