টগর সিনেমার প্রথম পোস্টার প্রকাশ

টগর সিনেমার পোস্টার

আসছে ঈদুল আজহায় মুক্তি পাবে পূজা চেরি ও আদর আজাদ অভিনীত টগর সিনেমা। গতকাল সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশিত হয়েছে।

পোস্টারে দেখা যায়, রক্তমাখা হাতে ছুরি ধরা দাঁড়িয়ে আছেন আদর আজাদ। তার পেছনে আছেন পূজা চেরি, যার চোখে-মুখে ভয়, ভালোবাসা আর বেদনার মিশ্র অনুভূতি।

আদর আজাদ বলেন, 'টগর আমার ক্যারিয়ারের এখনো পর্যন্ত সেরা ছবি। দর্শকরা আমাকে নতুনভাবে আবিষ্কার করবেন।'

পূজা চেরি বলেন, 'এই সিনেমার জার্নিটা আমার কাছে খুবই স্পেশাল। গল্প, চরিত্র, গান সবকিছুতেই ভিন্ন কিছু রয়েছে।'

আলোক হাসান পরিচালিক সিনেমাটি প্রযোজনা ও পরিবেশনায় আছে এআর মুভি নেটওয়ার্ক।

আদর আজাদ ও পূজা চেরি ছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করছেন- আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, জোযন, এল আর খান সীমান্ত, শরিফুল।

Comments

The Daily Star  | English

A night of stars and stories

Blender’s Choice–The Daily Star OTT & Digital Content Awards returned for its fourth edition yesterday

6h ago