তাণ্ডব সিনেমায় চমকের পর চমক

‘লিচুর বাগানে’ গানের পোস্টার। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার সফল পরিচালক রায়হান রাফীর সিনেমা মানেই দর্শকদের উপচে পড়া ভিড়। এ পর্যন্ত যতগুলো সিনেমা পরিচালনা করেছেন, সুপারহিট হয়েছে। সেইসঙ্গে রেকর্ড পরিমাণ ব্যবসাও করেছে।

তাছাড়া, ওয়েব ফিল্ম পরিচালনা করেও সাফল্য ধরে রেখেছেন তিনি।

রায়হান রাফী এবার পরিচালনা করছেন নতুন সিনেমা তাণ্ডব। নায়ক হিসেবে আছেন ঢালিউডের তুমুল জনপ্রিয় নায়ক শাকিব খান। এই পরিচালকের তাণ্ডব সিনেমায় দর্শকদের জন্য অপেক্ষা করছে নানা চমক। তার মধ্যে অন্যতম হলো দর্শকরা নায়ক হিসেবে পাচ্ছেন শাকিব খানকে।

শাকিব খানকে তাণ্ডব সিনেমায় নতুনভাবে দেখা যাবে। যদিও গত কয়েক বছর ধরে তিনি নানা রকম চমক নিয়ে পর্দায় আসছেন এবং দর্শকরা তাকে ভালোভাবে গ্রহণও করেছেন। সেই ধারাবাহিকতায় আরও ভিন্নভাবে, ব্যতিক্রমী চরিত্রে তাকে দেখা যাবে।

অন্যদিকে শাকিব খানের সঙ্গে প্রথমবার এই সিনেমায় দেখা যাবে চিরসবুজ অভিনেতা আফজাল হোসেনকে। পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াটের চিফ হিসেবে অভিনয় করছেন আফজাল হোসেন।

আফজাল হোসেন তাণ্ডব সিনেমায় অভিনয়ের কথা নিশ্চিত করেছেন। এটি অবশ্যই এই সিনেমার জন্য একটি চমক। কেননা, এক সময়ের সাড়া জাগানো এই অভিনেতা এখন খুব কম অভিনয় করেন। হঠাৎ হঠাৎ তাকে দেখা যায় টেলিভিশন নাটক ও ওয়েব ফিল্মে।

জয়া আহসান বাংলাদেশ ও ভারতে নন্দিত অভিনেত্রী। বাংলাদেশে যেমন সফলতা পেয়েছেন, কলকাতার বাংলা সিনেমায়ও পেয়েছেন। তাণ্ডব সিনেমায় দর্শকরা জয়া আহসানকেও পাবেন বিশেষ একটি চরিত্রে। এই সিনেমার জন্য জয়া আহসান অবশ্যই একটি চমক।

জয়া আহসান বলেন, 'রায়হান রাফী একজন সুনির্মাতা। তার সিনেমা মানেই আলাদা কিছু। তাণ্ডব সিনেমায় অভিনয় করে ভালো লেগেছে। শাকিব খানের সঙ্গে অনেক বছর পর অভিনয় করছি। আমার বিশ্বাস, তাণ্ডব এই ঈদের জন্য বড় চমক।'

অন্যদিকে শাকিব খানের নায়িকা হিসেবে থাকছেন সাবিলা নূর। সম্প্রতি একটি গানে শাকিব খানের সঙ্গে তার পারফরম্যান্স দর্শকরা দেখেছেন। লিচুর বাগানে গানটি বেশ সাড়া ফেলেছে।

সিনেমাপাড়ায় জোর আলোচনা চলছে—লিচুর বাগানে গানটি তাণ্ডব সিনেমায় নতুন মাত্রা যোগ করেছে। কেউ কেউ এই গানটিকেও আরেকটি চমক হিসেবে দেখছেন।

শোনা যাচ্ছে আফরান নিশো থাকছেন তাণ্ডব সিনেমায় বিশেষ একটি চরিত্রে। সব মিলিয়ে শাকিব খানের তাণ্ডব সিনেমা ঈদে নিয়ে আসছে নানা চমক।

Comments

The Daily Star  | English
bangladesh plans to join halal economy

Bangladesh eyes stake in $7 trillion global halal economy: Ashik Chowdhury

Industry people join Bangladesh-Malaysia Chamber-organised seminar to explore Bangladesh’s potential

1h ago