কে এই ললিউডের ‘ডিম্পল কুইন’

হানিয়া আমির পাকিস্তানের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। তবে তার জনপ্রিয়তা কেবল পাকিস্তানে সীমাবদ্ধ নয়। বরং বাংলাদেশ ও ভারতে তার বিশাল ফ্যানবেস গড়ে উঠেছে। তাকে ললিউডের (লাহোর) 'ডিম্পল কুইন' বলা হয়।
বর্তমানে তিনি বাংলাদেশে আছেন এবং সামাজিকমাধ্যমে তাকে নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। কিন্তু কে এই হানিয়া আমির? কীভাবে শোবিজে তার উত্থান?
হানিয়া আমির মূলত পাকিস্তানের 'মেরে হামসাফার' নাটকে অভিনয়ের মাধ্যমে ব্যাপক খ্যাতি অর্জন করেন। এছাড়া তিনি সামাজিক মাধ্যমেও বেশ সরব। ইতোমধ্যে নিজের ব্যক্তিত্ব, অভিনয় দক্ষতা নিয়ে ভক্তদের নজর কেড়েছেন।

কলেজ 'ড্রপআউট'
অবশ্য হানিয়া আমিরের ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায় না।
২০২৩ সালের মার্চে আমির ফাহাদ মুস্তফার হোস্ট করা টক শো দ্য ফোর্থ আম্পায়ারে হাজির হয়েছিলেন হানিয়া। সেখানে কলেজ জীবনসহ নানা প্রসঙ্গে কথা বলেন।
ওই শোতে হানিয়া বলেছিলেন তিনি 'কলেজ ড্রপআউট'। পরিবারের আয়ের প্রধান ব্যক্তি হিসেবে অভিনয় বেছে নিয়েছেন।
হোস্ট তাকে প্রশ্ন করেছিলেন, 'হানিয়া, আপনি কখনো ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলেন না। কেউ জানে না আপনি কোন স্কুলে পড়েছেন, শিক্ষার্থী হিসেবে কেমন ছিলেন, বা কেন অভিনয় শুরু করেছিলেন। তাই আমি চাই আপনি এগুলো নিয়ে কিছু বলুন।'
হানিয়া হেসে উত্তর দেন, 'হয়তো আমি এ নিয়ে কথা বলি না, তার একটা ভালো কারণ আছে। আমি কলেজ ড্রপআউট। যদিও আমি পড়ালেখায় ভালো ছিলাম। তবে অভিনয় থেকে ভালো হতে শুরু করে। আমার কাছে তখন অর্থের গুরুত্ব বেশি ছিল। কারণ পরিবারের দায়ভার সামলাতাম এবং আয়ের প্রধান ব্যক্তি ছিলাম।'

অভিনয়ে পথচলা
হানিয়া ১৯৯৭ সালের ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেন। ২০১৬ সালে 'জান' চলচ্চিত্র দিয়ে অভিনয় জীবন শুরু করেন। পরের বছর তিতলি দিয়ে টেলিভিশন নাটকে অভিষেক হয়। হানিয়া ফাউন্ডেশন ফর অ্যাডভান্স অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ভর্তি হন। তবে কিছুদিন পরে কলেজ ছেড়ে অভিনয়ে মনোনিবেশ করেন।
হানিয়া অনেক সফল নাটকে অভিনয় করেছেন। এর মধ্যে আছে 'ভিসাল', 'আনা, 'দিলরুবা'। তবে ২০২২ সালে 'মেরে হামসাফার' এর হালা চরিত্রে অভিনয় তাকে বিশাল খ্যাতি এনে দেয়। ওই নাটকের জন্য তিনি লাক্স স্টাইল অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর পুরস্কার পান। তার নাটক 'কাভি মে কাভি তুম' ২০২৪ সালের শীর্ষ ৫ পাকিস্তানি শো-এর মধ্যে ছিল।

সম্পর্ক ও ভাঙন
হানিয়া তার সম্পর্ক নিয়ে এক সময় সংবাদের শিরোনাম হয়েছিলেন। পাকিস্তানি গায়ক ওয়াসিম আজহারের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছিল। তারা প্রায়ই একসঙ্গে ছবি ও ভিডিও শেয়ার করতেন, যা ভক্তদের কাছে প্রিয় ছিল। তবে ২০২০ সালে তাদের সম্পর্ক ভেঙে যায়।
২০২০ সালের জুলাইয়ে আইমা বেগকে দেওয়া এক সাক্ষাৎকারে হানিয়া বলেন, তিনি একা এবং ওয়াসিম কেবল তার একজন ভালো বন্ধু।
এরপর হানিয়া ও ওয়াসিম সামাজিক মাধ্যম থেকে একে অপরের ছবি সরিয়ে ফেলেন এবং একে অপরকে আনফলোও করেন।

নানান সমালোচনা
হানিয়া আমির বিভিন্ন সময়ে সমালোচনার শিকার হয়েছেন। সর্বশেষ এ বছর জন্মদিন উদযাপনের অংশ হিসেবে মারমেইড-অনুপ্রাণিত ফটোশুটের ছবি পোস্ট করার পর সামাজিক মাধ্যমে সমালোচনার শিকার হন। ছবিতে তিনি মারমেইড পোশাক পরেছিলেন। তবে নেটিজেনরা এটিকে নৈতিকতার সীমা অতিক্রম হিসেবে দেখেন।
বাদশাকে নিয়ে গুজব
ভারতীয় র্যাপার বাদশার সঙ্গে সম্পর্কের গুজব রটেছিল একবার। তবে এক সাক্ষাৎকারে হানিয়া আমির এই গুজব স্পষ্টভাবে অস্বীকার করেন। তিনি বলেন, বাদশা তার 'ভালো বন্ধু' এবং তার কাজের বড় ফ্যান। তিনি ডেটিংয়ের গুজব অস্বীকার করে বলেন, তারা শুধু বন্ধু।
সম্পর্কের বিষয়ে আরও প্রশ্ন করা হলে হানিয়া বলেন, বাদশা একজন চমৎকার মানুষ। সে তার কঠিন সময়ে পাশে থাকেন।

সম্পদ ও পারিশ্রমিক
হানিয়া পাকিস্তানের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন। তার জনপ্রিয়তা পাকিস্তানের সীমানা পেরিয়ে পার্শ্ববর্তী দেশে ছড়িয়ে পড়েছে। তিনি মুঝে 'পেয়ার হুয়া থা' নাটকে ওহাজ আলীর সঙ্গে অভিনয়ের সময় প্রতি পর্ব প্রায় ৩ লাখ পাকিস্তানি রুপি পারিশ্রমিক নেন।
বলিউড শাদিজ ও বলিউড লাইফের প্রতিবেদনে বলা হয়, একদিকে তার ফ্যানবেস বেড়েছে, আরেকদিকে প্রতি পর্বের পারিশ্রমিকও বেড়েছে। বর্তমানে তিনি একটি নাটকের জন্য তিনি ৪ পাকিস্তানি রুপি নিয়ে থাকেন।
বলিউড শাদিজ বলছে, তিনি বিজ্ঞাপন থেকেও আয় করেন। তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৪৩ কোটি টাকা বলে জানা যায়।
হানিয়া সামাজিক মাধ্যমে অত্যন্ত সক্রিয়। ২৮ বছর বয়সী এই অভিনেত্রীর ইউটিউব চ্যানেলে প্রায় ১.৩০ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। তার ইনস্টাগ্রামে ১৭ মিলিয়নের বেশি ফলোয়ার আছে।
বলিউড লাইফের প্রতিবেদন অনুযায়ী, হানিয়া আমিরের বেশকিছু বিলাসবহুল গাড়ি আছে। এর মধ্যে আছে অডি কিউ৭, অডি এ৪ এবং হোন্ডা সিভিক।
Comments