৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইস্তাম্বুল

ছবি: সংগৃহীত

তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলে ছয় দশমিক দুই মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

আজ বুধবার দুপুরে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ-এএফএডি।

রয়টার্স জানায়, ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে বসফরাস প্রণালীর ইউরোপীয় ও এশীয় তীরে অবস্থিত শহরের বাসিন্দাদের ভবন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। 

এএফএডি জানায়, স্থানীয় সময় ১২টা ৪৯ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল ইস্তাম্বুল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে সিলিভরি এলাকায়। কেন্দ্রস্থলের গভীরতা ছিল ভূ-পৃষ্ঠের ছয় দশমিক ৯২ কিলোমিটার গভীরে।

দেশটির সম্প্রচারমাধ্যম টিজিআরটি জানিয়েছে, ভূমিকম্পের সময় একটি ভবনের বারান্দা থেকে লাফিয়ে পড়ে একজন আহত হয়েছেন। 

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

1h ago