১২ কেজি এলপিজির দাম ১৪১ টাকা বেড়ে ১১৪০

এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজিতে ১৪১ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এতে ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ১৪০ টাকা হলো।

আজ বুধবার বিইআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতি কেজি এলপিজির মূল্য ৮ টাকা ৯৩ পয়সা বাড়িয়ে ৯১ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।

গত জুলাই মাসের শুরুতে ৬ টাকা ২৭ পয়সা কমিয়ে ৮৩ টাকা ২১ পয়সা করা হয়েছিল। এতে ১২ কেজি এলপিজির দাম দাঁড়িয়েছিল ৯৯৯ টাকা।

প্রতি লিটার অটোগ্যাস জুলাই মাসে ছিল ৪৬ টাকা ৫৯ পয়সা। অটোগ্যাসের মূল্য বাড়িয়ে প্রতি লিটারের দাম ৫২ টাকা ১৭ পয়সা করা হয়েছে।

বিইআরসির সমন্বয়কৃত মূল্য তালিকা অনুযায়ী, ১২ কেজির বোতলজাতকৃত বেসরকারি এলপিজির দাম ভোক্তা পর্যায়ে ১ হাজার ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। সাড়ে ৫ কেজি ৫২২ টাকা, সাড়ে ১২ কেজি ১ হাজার ১৮৭ টাকা, ১৫ কেজি ১ হাজার ৪২৪ টাকা, ১৬ কেজি ১ হাজার ৫১৯ টাকা, ১৮ কেজি ১ হাজার ৭০৯ টাকা, ২২ কেজি ২ হাজার ৯০ টাকা, ২৫ কেজি ২ হাজার ৩৭৪ টাকা, ৩০ কেজি ২ হাজার ৮৯৪ টাকায় বিক্রি হবে।

এছাড়া, ৩৩ কেজি ৩ হাজার ১৩৪ টাকা, ৩৫ কেজি ৩ হাজার ৩২৪ টাকা ও ৪৫ কেজির বোতলজাতকৃত বেসরকারি এলপিজির দাম ভোক্তা পর্যায়ে ৪ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

Comments

The Daily Star  | English

Locals take it upon themselves to repair road

On Saturday, residents of the two villages began the work to turn the earthen road to a brick road

1h ago