কাল ঢাকার যেসব এলাকায় গ্যাসের চাপ কম থাকবে

ছবি: সংগৃহীত

জরুরি পুনর্বাসন কাজের জন্য শুক্রবার ঢাকার বিভিন্ন এলাকায় প্রায় ১০ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে।

আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, ডেমরা সিজিএস থেকে তেজগাঁও টিবিএসগামী পাইপলাইনের মানিকদিয়া এলাকার প্রায় ৫৮০ ফুট অংশ উন্মুক্ত হয়ে পড়েছে। 

এ কারণে জরুরি ভিত্তিতে পুনর্বাসনকাজ করা প্রয়োজন।

পুনর্বাসনকাজ সম্পন্ন করতে আগামী শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা গ্যাস সরবরাহে চাপ কম থাকবে।

এই সময় ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, তেজগাঁও, নন্দীপাড়া, বাসাবো, খিলগাঁও, বনশ্রী, রামপুরা ব্রিজ থেকে মালিবাগ চৌধুরীপাড়া পর্যন্ত এলাকা, মুগদা, মান্ডা, মানিকনগর (ধলপুর), শাহজাহানপুর ও গোপীবাগ এলাকার গ্রাহকরা ভোগান্তিতে পড়বেন।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Comments

The Daily Star  | English

Is NEIR a surveillance tool?

At its core, NEIR is a national database that records the identity of mobile phones and links them to SIM (Subscriber Identity Module) cards.

11h ago