সুন্দরবনের ভেতর থেকে বাঘের মরদেহ উদ্ধার

সুন্দরবনে মৃত বাঘ। ছবি: সংগৃহীত

বাগেরহাটে সুন্দরবনের ভেতর থেকে একটি বাঘের মরদেহ উদ্ধার করেছেন বনরক্ষীরা। সোমবার সকালে সুন্দরবন–পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালীর টাইগার পয়েন্ট এলাকার অদূরে বনের ভেতর থেকে বাঘটির মরদেহ উদ্ধার করা হয়।

বাঘের মরদেহটি পরে বন বিভাগের কচিখালী স্টেশন কার্যালয়ে নেওয়া হয়। মৃত্যুর কারণ জানতে আজ মঙ্গলবার সেখানে বাঘটির ময়নাতদন্ত হয়।

শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শেখ মাহাবুব হাসান ডেইলি স্টারকে বলেন, গত সোমবার সকালে কচিখালী অভয়ারণ্যের বনরক্ষীদের একটি টহল দল বাঘটির মৃতদেহ দেখতে পায়। বাঘটি পুরুষ। এর দৈর্ঘ্য ৯ ফুট, ওজন ২৫৫ কেজি এবং বয়স আনুমানিক ১৫ বছর। বাঘটির গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

খুলনা বিভাগীয় বন সংরক্ষক মিহির কুমার দো ডেইলি স্টারকে বলেন বলেন, প্রাণিসম্পদ বিভাগের একটি দল সুন্দরবনে পৌঁছে বাঘটির মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করেছে। ধারণা করা হচ্ছে বার্ধক্যের কারণে বাঘটি মারা গেছে।

তিনি আরও বলেন, বাঘটির মৃতদেহ সুন্দরবন পূর্ব বন বিভাগের করম জলের ইন্টারপ্রিটেশন ও ইনফরমেশন সেন্টারে রাখা হয়েছে। সেখানে এটি স্টাফিং করে রাখা হবে।

Comments

The Daily Star  | English
FY2026 Budget,

How the FY2026 budget can make a difference amid challenges

The FY2026 budget must be more than a mere fiscal statement.

20h ago