নতুন অতিথি ‘আনারকলি’

আনারকলি
মা বেলকলি ও শাবক আনারকলি। ছবি: সংগৃহীত

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের মা হাতি বেলকলি মাদি শাবকের জন্ম দিয়েছে। এর নাম রাখা হয়েছে 'আনারকলি'।

গত ৮ আগস্ট সকালে পার্কের প্রাকৃতিক পরিবেশে শাবকের জন্ম হলেও বিভিন্ন দিক বিবেচনা করে তা গোপন রাখা হয়।

গতকাল রোববার সাফারি পার্কের প্রকল্প পরিচালক ইমরান আহমেদ বিষয়টি গণমাধ্যমকে জানান।

এ নিয়ে পার্কে হাতি এখন ৯টি। এর মধ্যে ২টি পুরুষ ও ৭টি মাদি উল্লেখ করে তিনি আরও জানান, জন্মের সময় আনারকলির ওজন ছিল প্রায় ৬০ কেজি।

একটি পূর্ণবয়স্ক হাতি ৪ থেকে ৫ হাজার কেজি ওজনের হয়ে থাকে। সাধারণত হাতি ৩ থেকে ৫ বছর পর পর একটি করে শাবকের জন্ম দেয়।

১৮-২০ বছরে হাতি প্রজনন সক্ষম হয়। এদের গর্ভকালীন সময় ২০-২২ মাস। হাতি শাবক সাধারণত সাড়ে ৩ বছর থেকে ৪ বছর পর্যন্ত মায়ের দুধ পান করে। হাতির গড় আয়ু ১০০ বছর।

২০১৮ সালের ৫ জুন পার্কের প্রাকৃতিক পরিবেশে মা হাতি বেলকলি আরও এক শাবকের জন্ম দিয়েছিল। তার নাম ফুলকলি।

ইমরান আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'বাচ্চাসহ মা হাতিটিকে আলাদা রাখা হয়েছে। আনারকলি মায়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে এবং মায়ের তত্ত্বাবধানে আছে।'

'নিরাপত্তার কথা বিবেচনা করে সেখানে পর্যটকদের যাতায়াত সীমিত রাখা হয়েছে। প্রতিদিন মা হাতিকে ২০ কেজি কলাগাছ, ৫০ কেজি মিষ্টি কুমড়া, ৫ কেজি আখ, ১০ কেজি গাজর ও ভাতের জাউসহ তৃণ জাতীয় খাবার দেওয়া হচ্ছে।'

'মা ও শাবকের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে' উল্লেখ করে তিনি আরও বলেন, 'হাতির সংখ্যা যখন কমছে তখন পার্কের প্রাকৃতিক পরিবেশে শাবকের জন্ম অনেক আনন্দের।'

Comments

The Daily Star  | English
Sharif Osman Hadi dies in Singapore

Sharif Osman Hadi no more

Inqilab Moncho spokesperson dies in Singapore hospital

15h ago