ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু

ডেঙ্গুতে মৃত্যু
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মারা গেলেন ২২৬ জন। 

আজ শুক্রাবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশে চলতি বছরেই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে। এর আগে, এক বছরে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ২০১৯ সালে ১৭৯ জন।

আজকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ৫৫৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ১৬১ জনে। তাদের মধ্যে ১৮ হাজার ৪১০ জন ঢাকার বাইরের।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বর্তমানে ২ হাজার ৭৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি আছেন ১ হাজার ২১২ জন।

এছাড়া, হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ৪৯ হাজার ১৭১ জন রোগী।

চলতি বছর ডেঙ্গুতে ঢাকায় ১৩৫ জন, কক্সবাজারে ২৪ জন, চট্টগ্রামে ৩০ জন, বরিশালে ১০ জন, খুলনায় ৭ জন, ময়মনসিংহে ৬ জন, রাজশাহী ৪ জন, নড়াইলে ২ জন এবং নরসিংদী, কুষ্টিয়া, পাবনা, বাগেরহাট, খাগড়াছড়ি, বগুড়া, মাদারীপুর ও ফেনীতে ১ জন করে মারা গেছেন।

গত কয়েক বছরের তুলনায় এ বছর সিটি করপোরেশনকে ডেঙ্গু ভাইরাসের বড় ধরনের প্রাদুর্ভাবের বিষয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তারা পরামর্শ দেন, এডিস মশা নিয়ন্ত্রণে করপোরেশনকে অবিলম্বে ব্যাপক ব্যবস্থা নিতে হবে।

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

1h ago