ডেঙ্গু রোগী বেড়েছে ১০ গুণ, প্রয়োজনে স্যালাইন আমদানি: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু রোগী বেড়েছে ১০ গুণ, প্রয়োজনে স্যালাইন আমদানি: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক | ছবি: জাহাঙ্গীর আলম বিশ্বাস/স্টার

সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা ১০ গুণ বেড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি জানান, ডেঙ্গু রোগীর চিকিৎসায় প্রয়োজনে স্যালাইন বিদেশ থেকে আমদানি করা হবে।

আজ শনিবার সকা‌লে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের ডেঙ্গু ইউনিট পরিদর্শন শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'প্রতিদিন গড়ে প্রায় ৪০ হাজার ব্যাগ স্যালাইন প্রয়োজন হচ্ছে, মাস শেষে তা দাঁড়াচ্ছে প্রায় ১২ লাখ ব্যাগ। যারা বাংলাদেশে স্যালাইন তৈরি করে তাদের বলেছি, তারা যেন ফুল প্রোডাকশন করে। সবগুলো ওষুধ কোম্পানি মিলেও এত স্যালাইন উৎপাদন করতে পারছে না।'

'সে জন্য গত ২ দিন আগে মিটিং করেছি, সেখানে নির্দেশনা দেওয়া হয়েছে প্রয়োজনে বিদেশ থেকে স্যালাইন আমদানি করতে পারবে,' বলেন তিনি।

জাহিদ মালেক আরও বলেন, 'সরকারি হাসপাতালগুলোতে কিট সংকট নেই। সাপ্লাইয়ে ঘাটতি হলে প্রয়োজনে বাইরে থেকে সরবরাহ করতে বলা আছে।'

Comments

The Daily Star  | English

Israel receives 7 Gaza hostages; Red Cross on way to pick up second group

Hundreds of people gathered on Tel Aviv's Hostages Square erupted in joy, tears and song as Hamas handed over the first group of hostages

4h ago