ডেঙ্গু: ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১১৪৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ১৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে তিনজন পুরুষ, একজন নারী। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৮২৪ জনই ঢাকার বাইরের।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৬৩ জন, যাদের মধ্যে ১৪১ জন পুরুষ ও ১২২ জন নারী।

এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ৪৪০ জন, যার মধ্যে ৪০ হাজার ৩৮৩ জন পুরুষ ও ২৫ হাজার ৫৭ জন নারী।

Comments

The Daily Star  | English
forex reserve Bangladesh

Bangladesh’s gross forex reserves cross $33 billion after three years

The gross foreign exchange reserves crossed $33 billion for the first time in three years

15m ago