তুরস্ক

আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এরদোয়ান

এরদোয়ান
রিসেপ তাইয়েপ এরদোয়ান। রয়টার্স ফাইল ফটো

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় জয়ী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

আল-জাজিরার তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় রাত সোয়া ১১টা পর্যন্ত ৯৮ দশমিক ০৬ শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে এরদোয়ান পেয়েছেন ৫২ দশমিক ১২ শতাংশ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ন্যাশনস এলায়েন্সের কামাল কিলিজদারগলু পেয়েছেন ৪৭ দশমিক ৮৮ শতাংশ ভোট।

সরকারিভাবে এখনো নির্বাচনের ফলাফল ঘোষণা হয়নি। দেশটির সুপ্রিম ইলেকশন কাউন্সিল আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করবে। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংবাদসংস্থা আনাদোলুর মাধ্যমে পাওয়া যাচ্ছে।

রোববার স্থানীয় সময় সকাল ৮টা থেকে বিকেল ৫টা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রায় ৬ কোটি মানুষ ভোটদান করেন। তাদের মধ্যে প্রায় ৫০ লাখ প্রথম ভোট দিয়েছেন।

গত ১৪ মে অনুষ্ঠিত প্রথম দফা নির্বাচনে প্রেসিডেন্ট পদের জন্য কোনো প্রার্থীই প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট পাননি। এরদোয়ান পেয়েছিলেন ৪৯ দশমিক ৫২ শতাংশ ভোট। কামাল কিলিজদারগলু পেয়েছিলেন ৪৪ দশমিক ৯৯ শতাংশ ভোট।

এ পরিস্থিতিতে দেশটির নির্বাচন কমিশন ২৮ মে দ্বিতীয় দফা নির্বাচনের ঘোষণা দেয়। 

এই নিয়ে তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন এরদোয়ান। এর আগে ২০১৪ সালে ও ২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন তিনি।

২০০৩ সালের ১৫ মার্চ দেশটির প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা নিয়েছিলেন তিনি। পরে ২০১৪ সালে তুরস্ককে সংসদীয় ব্যবস্থা থেকে প্রেসিডেনশিয়াল পদ্ধতিতে রূপান্তর করেন। বিরোধীদের মতে, একক ক্ষমতা উপভোগ করতেই শাসনব্যবস্থায় এমন পরিবর্তন আনেন এরদোয়ান।

 

Comments

The Daily Star  | English

Officials for polls duty: BNP to oppose hiring from select entities

Party will ask EC not to pick people from certain organisations known to be close to a right-wing party

9h ago