মহারাষ্ট্রে বাসে আগুন লেগে ২৫ জনের প্রাণহানি

মহারাষ্ট্রে সড়ক দুর্ঘটনা
মহারাষ্ট্র। ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে যাত্রীবাহী বাসে আগুন লেগে ৩ শিশুসহ অন্তত ২৫ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৮ জন।

আজ শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় ভোররাত ১টা ৩০ মিনিটের দিকে ৩৩ যাত্রী নিয়ে বাসটি পুনে যাওয়ার পথে সামরুদ্ধি-মহামার্গ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা পড়ে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া বাসচালক জানিয়েছেন যে চাকা ফেটে গেলে বাসটি পাশে খুঁটিতে গিয়ে ধাক্কা খায়। তারপর এতে আগুন লেগে যায়।

স্থানীয় পুলিশ জানিয়েছে, খুঁটিতে ধাক্কা খেয়ে বাসটি উল্টে যাওয়ার পর এতে আগুন লাগে।

বুলধানার পুলিশ সুপার সুনীল কাডাসানে গণমাধ্যমকে বলেন, '২৫ যাত্রী আগুনে পুড়ে মারা গেছেন। চালকসহ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।'

'এ ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত চলছে' উল্লেখ করে তিনি আরও বলেন, 'এখন প্রধান কাজ হচ্ছে মরদেহ শনাক্ত করে পরিবারের কাছে সেগুলো হস্তান্তর করা।'

এ ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে গভীর শোক প্রকাশ করে প্রতি নিহতের পরিবারকে ৫ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

12m ago