লেবাননে ৩ টন জরুরি চিকিৎসা সামগ্রী পাঠাল ইরান

বৈরুতে ইসরায়েলি হামলার পরের দৃশ্য। ছবি: রয়টার্স
বৈরুতে ইসরায়েলি হামলার পরের দৃশ্য। ছবি: রয়টার্স

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি এক ঘোষণায় জানিয়েছে, ত্রাণ হিসেবে পাঠানো তিন টন চিকিৎসা সামগ্রী লেবাননে এসে পৌঁছেছে। এটি চলমান সংঘাতে ইরানের পাঠানো চতুর্থ ত্রাণের চালান।

আজ রোববার এই তথ্য জানিয়েছে আল জাজিরা। 

রেড ক্রিসেন্টের কর্মকর্তা বাবাক মাহমুদি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানান, ত্রাণ হিসেবে মূলত জরুরি ওষুধ পাঠানো হয়েছে। শিশুদের জন্য উপযোগী ওষুধও রয়েছে এতে।

তিনি আরও জানান, এক সপ্তাহ আগে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় লেবান-সিরিয়া সীমান্তের ইরানি ফিল্ড হাসপাতাল ধ্বংসের পর নতুন একটি ফিল্ড হাসপাতাল চালু করার উদ্যোগ নিয়েছেন তারা।

নতুন হাসপাতালটি আগের অবস্থান থেকে ৪০ কিমি দূরে নির্মাণ করা হবে।

মাহমুদি আরও জানান, ইরানি রেড ক্রিসেন্টের অন্তত ১১ জন কর্মীকে আগামী দিনগুলোতে লেবাননে পাঠানো হবে।

ইরানের পার্লামেন্টের স্পিকার ও বিমান বাহিনীর সাবেক কমান্ডার মোহাম্মাদ বাঘের গালিবাফ শনিবার নিজে উড়োজাহাজ চালিয়ে এসে বৈরুতের যুদ্ধবিধ্বস্ত অঞ্চল পরিদর্শন করেন। শনিবার তিনি জানান, রাজধানীতে লেবাননের সরকার নিরাপদ আকাশ করিডোর নিশ্চিত করতে পারলে ইরান আরও ত্রাণ সামগ্রী পাঠাতে প্রস্তুত।

এদিকে গাজার পাশাপাশি লেবাননেও হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। 

গতকাল শনিবার লেবাননের তিন গ্রামে ইসরায়েলি হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

বৈরুতের উত্তরে শিয়া অধ্যুষিত মায়েসরা গ্রামে হামলায় নয় জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, রাজধানীর দক্ষিণে শৌফ জেলার বারজা এলাকায় ইসরায়েলি হামলায় চারজন নিহত ও ১৮ জন আহত হয়েছেন।

পাশাপাশি লেবাননের উত্তর উপকূলের শহর বাতরৌন থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত দেইর বিল্লা এলাকায় দুই জন নিহত ও চার জন আহত হয়েছেন।

Comments

The Daily Star  | English

Farewell

Nation grieves as Khaleda Zia departs, leaving a legacy of unbreakable spirit

8h ago