রাশিয়ার পক্ষে সেনা পাঠিয়ে চাল ও মহাকাশ প্রযুক্তি পাচ্ছে উত্তর কোরিয়া

ফাইল ছবি। রয়টার্স

সম্প্রতি ইউক্রেন সীমান্তে উত্তর কোরিয়ার সেনাবাহিনীর প্রায় ১০ হাজার সদস্য রুশ সেনাদের সঙ্গে যোগ দিয়েছে। এর আগে গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করেও রাশিয়াকে সাহায্য করেছে পিয়ংইয়ং। 

এর বদৌলতে উত্তর কোরিয়া মস্কো থেকে চাল ও মহাকাশ প্রযুক্তি পাচ্ছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। গতকাল রোববার দক্ষিণ কোরীয় সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ডে এ তথ্য উঠে এসেছে। 

দক্ষিণ কোরিয়ার রুশ রাষ্ট্রদূত ওয়াই সুং-লাকের বরাত দিয়ে কোরিয়া হেরাল্ড দাবি করে, ইউক্রেন যুদ্ধে যোগ দিয়ে ভালোই সুবিধা পাচ্ছে পিয়ংইয়ং। রাশিয়া তাদের বছরে ছয় থেকে সাত লাখ টন শস্যদানা (মূলত চাল) দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। 

এই সহায়তা উত্তর কোরিয়ার অর্ধেকের বেশি খাদ্যঘাটতি পূরণ করবে বলে দাবি করেন সুং-লাক। 

গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা এনআইএস প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, যুদ্ধে সহায়তার জন্য পিয়ংইয়ংকে উন্নত মহাকাশ প্রযুক্তিও দিচ্ছে মস্কো। যে কারণে পিয়ংইয়ং আরেকটি সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে। 

সেই গোয়েন্দা প্রতিবেদনে আরও বলা হয়, ইউক্রেন যুদ্ধে যোগ দেওয়া উত্তর কোরীয় সেনা সদস্যরা রুশ সরকারের পক্ষ থেকে মাসে দুই হাজার ডলার করে বেতন পাচ্ছেন। এই হিসেব অনুযায়ী, সেনা রপ্তানি করেই উত্তর কোরিয়া বছরে ২০ কোটি মার্কিন ডলার আয় করতে পারে। 

এনআইএস আরও জানিয়েছে, সেনাদের পাশাপাশি রাশিয়ায় আরও চার হাজার কর্মী রপ্তানি করেছে উত্তর কোরিয়া, যারা মাসে ৮০০ ডলার করে পাচ্ছেন। 

Comments

The Daily Star  | English
Chittagong port containers

Exports fall for fifth straight month to $3.96b in December

During the first half of fiscal year 2025–26, total export earnings stood at $23.99 billion, down 2.19%

1h ago