সব সম্প্রদায় ও জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করব: সিরিয়ার নতুন প্রধানমন্ত্রী বশির

সিরিয়ার নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-বশির। ছবি: স্ক্রিনশট
সিরিয়ার নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-বশির। ছবি: স্ক্রিনশট

সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-বশির দেশের সব সম্প্রদায়ের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন।

আজ বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের মধ্যপ্রাচ্য সফরের কথা রয়েছে। তিনি সিরিয়ার নতুন প্রশাসনকে 'অন্তর্ভুক্তিমূলক' হওয়ার আহ্বান জানাবেন বলে জানিয়েছে এএফপি।

বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে নতুন প্রশাসন গঠন করেছে সিরিয়া। পূর্বে আল কায়দার সিরিয়া শাখা হিসেবে দায়িত্ব পালন করা এই গোষ্ঠীকে এখনো জঙ্গি গোষ্ঠীর তালিকায় রেখেছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বেশ কিছু দেশ।

ক্ষমতা গ্রহণের পর ইতালির একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে মোহাম্মদ আল-বশির নিশ্চিত করেন, প্রতিশ্রুতি অনুযায়ী ইসলামপন্থী শাসনব্যবস্থার দিকেই আগাবে তার সরকার। তবে সেখানে সবার অধিকার নিশ্চিত করা হবে।

'আমরা ইসলামপন্থি হওয়ার কারণেই সিরিয়ার সকল সম্প্রদায় ও জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করব,' বলেন বশির।

আসাদ সরকারের হাতে নির্যাতিত ব্যক্তিদের ন্যায়বিচারের নিশ্চয়তাও দিয়েছেন তিনি। পাশাপাশি নির্যাতনে জড়িত কর্মকর্তাদের বিচারের ব্যাপারে কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে নতুন প্রশাসন।

এইচটিএস প্রধান আবু মুহাম্মদ আল-গোলানি  বলেছেন, 'নিরাপত্তা ও সেনা কর্মকর্তাদের মধ্যে যারা খুনি, অপরাধী ও সিরিয়ার জনগণের ওপর নির্যাতন চালিয়েছে, তাদের সবাইকে বিচারের আওতায় আনতে আমরা একেবারেই দ্বিধা করব না। আমরা যুদ্ধাপরাধীদের খুঁজে বের করব। তারা যে দেশে পালিয়েছে, সেখান থেকে তাদের ফেরত পাঠানোর দাবি জানাব, যাতে তারা বিচারের মুখোমুখি হয়।'

Comments

The Daily Star  | English

This victory belongs to the students, not any faction: Shadik Kayem

Newly elected Ducsu VP says they do not want to mark victory with rallies

1h ago