ইসরায়েল আন্তর্জাতিক আইন ভেঙে আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করছে: দামেস্ক    ​​​​​​​

ইসরায়েলি বিমান হামলার বিধ্বস্ত দারার একটি ভবন। ছবি: এএফপি

বাশার আল-আসাদের পতনের পর থেকে সিরিয়ার হামলা চালানো অব্যাহত রেখেছে ইসরায়েল। মঙ্গলবার দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশের কোয়ায় ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন।

আজ বুধবার বার্তা সংস্থা এএফপি জানায়, ইসরায়েলের এই 'চলমান আগ্রাসন'-কে নিন্দা জানিয়ে একে সিরিয়ার সার্বভৌমত্বের 'স্পষ্ট লঙ্ঘন' বলে আখ্যা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

আন্তর্জাতিক আইন ভেঙে ইসরায়েলের এই আগ্রাসনকে খতিয়ে দেখতে আন্তর্জাতিক তদন্তেরও আহ্বান জানিয়েছে দামেস্ক।

এএফপির  তথ্য অনুযায়ী, আসাদের পতনের পর সিরিয়ার সামরিক স্থাপনাগুলোতে ইসরায়েলি হামলার ধারাবাহিকতায় এসেছে সর্বশেষ এই সহিংসতা। মঙ্গলবার মধ্য সিরিয়ায় বিমান হামলার পর গোলান মালভূমিতে জাতিসংঘ-নিয়ন্ত্রিত বাফার জোনের কাছে আক্রমণ চালায় ইসরায়েলি সেনারা।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, মঙ্গলবার সিরিয়ার 'সন্ত্রাসীরা' তাদের ওপর হামলা চালালে পাল্টা আক্রমণ করে তারা। এরপর ইসরায়েলি যুদ্ধবিমান 'সন্ত্রাসীদের' ঘায়েল করে।

কিন্তু সে মুহূর্তে কেন সিরিয়ার ভূখণ্ডে অবস্থান করছিল ইসরায়েলি সেনারা, সে ব্যাপারে কিছু জানায়নি আইডিএফ।

এর আগে আইডিএফ জানায়, সিরিয়ার পালমিরায় অবস্থিত তাদমুর ও এর ৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত টি ফোরে সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। গত শুক্রবারও এই দুই ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল।

ডিসেম্বরে আসাদের পতনের সঙ্গে সঙ্গেই গোলানের বাফার জোন ও আশেপাশের কিছু অঞ্চল দখল করে নেয় ইসরায়েল। এরপর তারা সিরিয়ার সামরিক স্থাপনাগুলো ধ্বংস করা শুরু করে।

আল জাজিরা জানায়, আসাদের পতনের পর সিরিয়ার সামরিক স্থাপনাগুলোতে শতাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কাল্লাস মঙ্গলবার ইসরায়েলের হামলার সমালোচনা করে বলেন, এসব হামলা 'উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে'।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সায়ারের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে কাল্লাস বলেন, 'আমরা (ইইউ) মনে করি এ ধরনের হামলা অনাকাঙ্ক্ষিত। কারণ সিরিয়া ইসরায়েলের ওপর আক্রমণ চালাচ্ছে না।' 

দক্ষিণ সিরিয়ায় এখনো ইসরায়েলি সেনারা অবস্থান করছে এবং সেখান থেকে সিরীয় সেনাদের সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

মার্চের শুরুতে কায়রোতে অনুষ্ঠিত আরব লিগের সম্মেলনে যোগ দেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। সেখানে তিনি দক্ষিণ সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের জন্য ইসরায়েলকে চাপ দেওয়ার অনুরোধ রাখেন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে।
 

Comments

The Daily Star  | English

‘Polls delay risks return of autocracy’

Says Khandaker Mosharraf after meeting with Yunus; reiterates demand for election by Dec

1h ago