২৭ বছর পর দিল্লির মসনদে বিজেপি, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন রেখা গুপ্তা

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। ছবি: স্টেটসম্যান
দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। ছবি: স্টেটসম্যান

আজ দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজেপি নেতা রেখা গুপ্তা। তিনি হতে চলেছেন দিল্লি রাজ্যের নবম মুখ্যমন্ত্রী। চতুর্থ নারী হিসেবে এই সম্মানজনক পদে নিয়োগ পাচ্ছেন ক্ষমতাসীন বিজেপির তৃণমূল পর্যায়ের এই নেতা। 

আজ এই তথ্য জানিয়েছে ভারতের গণমাধ্যম দ্য হিন্দু।

সূত্ররা জানিয়েছেন, আজ ভারতের স্থানীয় সময় সকাল ১১টার দিকে শপথ নেবেন রেখা।

এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সভাপতি জেপি নাড্ডা এবং এনডিএ জোটের শাসনাধীন সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রীরাও উপস্থিত থাকবেন। 

রামলীলা ময়দানে অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানে সাবেক মুখ্যমন্ত্রী অতিশি সিং, আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল, অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু ও আরএসএস প্রধান মোহন ভগওয়াতকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

পাশাপাশি জেজে ক্লাস্টার নামে পরিচিত বস্তির বাসিন্দা, রাইড শেয়ার অ্যাপ সংশ্লিষ্ট কর্মী, ট্যাক্সি ও অটোরিকশা চালকরাও আমন্ত্রণ পেয়েছেন বলে জানা গেছে।

স্টেটসম্যানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আজকের দিনটি বিজেপি ও রেখা গুপ্তার জন্য বিশেষভাবে অর্থপূর্ণ। রেখার শপথ গ্রহণের মাধ্যমে প্রায় ২৭ বছর পর দিল্লি সরকারের দায়িত্ব নিতে যাচ্ছে মোদির ভারতীয় জনতা পার্টি।

রেখা গুপ্তকে 'তৃণমূল' পর্যায় থেকে উঠে আসা নেতা হিসেবে অভিহিত করে প্রতিবেদনে উল্লেখ করা হয়, তিনি দিল্লির বিভিন্ন প্রতিষ্ঠানে কাউন্সিলর হিসেবে কাজ করেছেন। যার ফলে রেখা গুপ্তা জাতীয় রাজধানীর সমস্যাগুলো সম্পর্কে অবগত আছেন।

শালিমার বাগ আসন থেকে নির্বাচিত রেখা দিল্লিতে বিজেপির মহিলা মোর্চার সভাপতি এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এসব ভূমিকায় তিনি নারী ও এ অঞ্চলের প্রান্তিক সম্প্রদায়গুলোর কল্যাণে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন।

Comments

The Daily Star  | English

BNP sticks to demand for polls by December

In a meeting with Chief Adviser Prof Muhammad Yunus last night, the BNP restated its demands that the next general election be held by December and the government immediately announce a roadmap to that end.

1h ago