মাস্কের রাজনৈতিক হস্তক্ষেপের জেরে ইউরোপে টেসলার বিক্রি কমে অর্ধেক

মাস্কের কট্টর-ডানপন্থী রাজনীতির প্রতিবাদে জানুয়ারিতে জার্মানিতে টেসলার এক কারখানায় এই চিত্র প্রক্ষেপণ করে একটি প্রচারণা দল। ছবি: সংগৃহীত

ইউরোপে গত মাসে নতুন টেসলা গাড়ির বিক্রি প্রায় অর্ধেকে নেমে এসেছে।

মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ইউরোপের রাজনীতিতে টেসলার সিইও ইলন মাস্কের বারবার হস্তক্ষেপের মুখে প্রতিষ্ঠানটির গাড়ির চাহিদা কমতে শুরু করেছে ইউরোপে।

জানুয়ারিতে ইউরোপে নয় হাজার ৯৪৫টি গাড়ি বিক্রি করেছে টেসলা, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪৫ শতাংশ কম। ২০২৪ সালের জানুয়ারিতে ১৮ হাজার ১৬১টি বিক্রি করে টেসলা।

ইউরোপের গাড়ির বাজারে টেসলার শেয়ার এক দশমিক আট শতাংশ থেকে এক শতাংশে নেমে এসেছে।

গার্ডিয়ানের মতে, বহিরাগত হিসেবে ইউরোপীয় রাজনীতিতে মাস্কের সরাসরি হস্তক্ষেপ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সংশ্লিষ্টটা ভোক্তাদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করে থাকতে পারে।

সম্প্রতি জার্মানির নির্বাচনের আগে কট্টর-ডানপন্থী দল এএফডিকে সমর্থন দেন মাস্ক এবং বলেন, এই দলই 'জার্মানির ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় আশা'। নির্বাচনের পর এ দলের সহ-নেতা অ্যালিস ওয়েইডেলকে ফোন করে অভিনন্দনও জানান তিনি।

'নব্য-নাৎসি' দল হিসেবে খ্যাত এএফডিকে এভাবে সমর্থন দেওয়া ও জার্মানির রাজনীতিতে হস্তক্ষেপ করার বিষয়টি ভালোভাবে নেয়নি জার্মানির অন্যান্য রাজনৈতিক দল। দেশটির চ্যালেন্সর-ইলেক্ট ফ্রিডরিখ মের্জও এই হস্তক্ষেপের সমালোচনা করেছেন।

যুক্তরাজ্যের রাজনীতি নিয়েও নাক গলিয়েছেন মাস্ক। লেবার পার্টির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং অন্যান্য নেতাদের বিরুদ্ধে অপরাধী চক্রদের প্রশ্রয় দেওয়ার এবং তাদের অপরাধ গোপন করার অভিযোগ এনেছেন তিনি। যদিও এসব দাবির পক্ষে কোনো সুস্পষ্ট প্রমাণ তুলে ধরেননি।

জানুয়ারিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ নরওয়ে, যুক্তরাজ্য ও জার্মানির নেতাদের সঙ্গে নিয়ে মাস্কের রাজনৈতিক হস্তক্ষেপের বিষয়ে নিন্দা জানান। ইউরোপের কট্টর-ডানপন্থী রাজনৈতিক দলগুলোকে সমর্থন এবং বামপন্থী রাজনীতিবিদদের সমালোচনার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানান তারা।

টেসলা গত মাসে জার্মানিতে মাত্র এক হাজার ২৭৭টি নতুন গাড়ি বিক্রি করেছে, যা ২০২১ সালের জুলাইয়ের পর তাদের সর্বনিম্ন সংখ্যা। ফ্রান্সে টেসলার বিক্রি ৬৩ শতাংশ কমে গেছে।

এদিকে যুক্তরাজ্যে প্রথমবারের মতো চীনা বৈদ্যুতিক গাড়ি নির্মাতা বিওয়াইডির চেয়ে কম গাড়ি নিবন্ধন করেছে টেসলা। সেখানে টেসলার বিক্রি প্রায় আট শতাংশ কমেছে, যদিও দেশটিতে বৈদ্যুতিক গাড়ির বাজার গত মাসে ৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

Comments

The Daily Star  | English

Protesting NBR officials observe work abstention

Since morning, officials and staff of all tax zones, customs houses, and VAT commissionerates in Dhaka and outside have been abstaining from work

6m ago