‘নতুন ট্রাম্প-শুল্কের সঙ্গে সঙ্গে বিশ্বায়নের যুগ শেষ’ 

পার্লামেন্টে ব্রিটিশ অর্থ মন্ত্রণালয়ের প্রধান সচিব ড্যারেন জোনস, অর্থমন্ত্রী র‌্যাচেল রিভস ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বিশ্বব্যাপী রেসিপ্রোকাল শুল্কের ঘোষণার সঙ্গে সঙ্গে বিশ্বায়নের যুগের সমাপ্তি ঘটেছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ ট্রেজারির প্রধান সচিব ড্যারেন জোনস। 

ট্রাম্পের শুল্ক আইন-কানুন না, চুক্তি ও জোট ভিত্তিক একটি 'নতুন বিশ্ব' তৈরি করছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। 

গতকাল রোববার সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানায়। 

দ্য সানডে টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত এক মতামত প্রবন্ধে স্টারমার বলেন, 'আমরা যে বিশ্বকে চিনতাম, তা আর নেই। পুরনো ধারণাগুলোর ওপর আর ভরসা করা যায় না।'

গত বুধবার ট্রাম্পের নতুন শুল্কের ঘোষণার পর বিশ্বব্যাপী শেয়ারবাজারে ধস নেমেছে। তবে যুক্তরাজ্যের ওপর মাত্র ১০ শতাংশ শুল্কের ঘোষণা দেওয়া হয়েছে, তা শুল্ক-তালিকায় সর্বনিম্ন।  

শনিবার শুল্ক নিয়ে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন, 'এটি একটি অর্থনৈতিক বিপ্লব। এবং আমরা এতে জয়ী হব। আপনারা ধৈর্য ধরুন, একটু কষ্ট হবে, কিন্তু দিনশেষ এর ফলাফল হবে ঐতিহাসিক।' 

তবে স্টারমার এর সঙ্গে একমত না। তার মতে, 'বাণিজ্য যুদ্ধে কেউ জয়ী হয় না।'

ট্রাম্পের এই 'বাণিজ্য আক্রমণের কারণে গভীর অর্থনৈতিক সংকট' তৈরি হবে বলে মন্তব্য করেন তিনি। 

এদিকে রোববার বিবিসির এক অনুষ্ঠানে ড্যারেন জোনস বলেন, 'গত কয়েক দশক ধরে আমরা যে ধরণের বিশ্বায়ন দেখেছি, তার সমাপ্তি ঘটেছে।' 

আল জাজিরা জানায়, গত কয়েক সপ্তাহে ওয়াশিংটনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তির আলোচনা চলমান থাকায় ট্রাম্প প্রশাসনের সমালোচনা করা থেকে বিরত ছিলেন ব্রিটিশ মন্ত্রীরা। 

কিন্তু স্টারমার তার লেখায় জোর দিয়ে বলেন, ব্রিটিশ ব্যবসা ও শ্রমজীবী মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হলেই কেবল তিনি ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তি করবেন। 

'স্বাধীন ও উন্মুক্ত বাণিজ্যের' পক্ষে নিজের অবস্থান বজায় রাখবেন বলে মন্তব্য করেন তিনি। 
 

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

1h ago