চীনে পর্যটকবাহী ৪ নৌকা ডুবে মৃত ১০, আহত ৭০

নৌকাডুবির পর পানিতে পড়ে যাওয়া মানুষ উদ্ধারের কাজ চলছে। ছবি: শিনহুয়ার সৌজন্যে
নৌকাডুবির পর পানিতে পড়ে যাওয়া মানুষ উদ্ধারের কাজ চলছে। ছবি: শিনহুয়ার সৌজন্যে

চীনের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে আকস্মিক প্রবল বাতাসের দমকে চারটি নৌকা ডুবে  ১০ পর্যটক প্রাণ হারিয়েছেন।

আজ সোমবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম শিনহুয়ার বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছে।

গতকাল রোববার ওই চার নৌকা উলটে গেলে মোট ৮৪ জন আরোহী পানিতে পড়ে যান। 

সোমবার দুপুরে সর্বশেষ নিখোঁজ ব্যক্তির মরদেহ খুঁজে পান উদ্ধারকারী দলের সদস্যরা। এতে মৃতের সংখ্যা বেড়ে ১০ হয়।

শিনহুয়া জানায়, গুইঝোউ প্রদেশের কিয়ানশি শহরের একটি নদীতে এই দুর্ঘটনা ঘটে। নদী থেকে ৭৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

কর্তৃপক্ষ চিকিৎসার জন্য ৭০ জনকে হাসপাতালে পাঠিয়েছে। তবে তারা সবাই শঙ্কামুক্ত।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নৌকার যাত্রীদের জীবিত উদ্ধারের 'সর্বাত্মক প্রচেষ্টা'চালানোর নির্দেশ দেন। এরপর প্রায় ৫০০ উদ্ধারকর্মী গুইঝোউ প্রদেশে এসে কাজ করেন।

এ ধরনের দুর্ঘটনা এড়াতে পর্যটনকেন্দ্র ও প্রচুর জনসমাবেশ হয় এমন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন শি। 

 

Comments

The Daily Star  | English

Not going anywhere till the job is done: Adviser Wahiduddin Mahmud

When asked about the chief adviser's resignation the adviser said, 'He did not say he was leaving'

2h ago