আকাশে দরজা খোলার চেষ্টা যাত্রীর, জরুরি অবতরণে উড়োজাহাজ

অল নিপ্পন এয়ারওয়েজের ফ্লাইট। ফাইল ছবি: সংগৃহীত
অল নিপ্পন এয়ারওয়েজের ফ্লাইট। ফাইল ছবি: সংগৃহীত

যান্ত্রিক ত্রুটি বা বৈরি আবহাওয়ার কারণে উড়োজাহাজের জরুরি অবতরণের ঘটনা প্রায়ই ঘটে। কখনো কখনো যাত্রাপথে কোন যাত্রী অসুস্থ হয়ে পড়লেও ফ্লাইটের গতিপথ বদল করা হয়।

তবে এবার এক যাত্রীর অদ্ভুত আচরণের কারণে উড়োজাহাজের জরুরি অবতরণের ঘটনা ঘটেছে।

এফবিআই ও সিয়াটল বিমানবন্দরের মুখপাত্রের বরাত দিয়ে আজ সোমবার এই তথ্য জানায় সিএনএন।  

১১৪ জন যাত্রী নিয়ে অল নিপ্পন এয়ারওয়েজের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজটি জাপানের হানেদা বিমানবন্দর থেকে হিউস্টনের জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছিল।

যাত্রা চলাকালীন সময়ে উড়োজাহাজ থেকে বের হওয়ার দরজা খোলার চেষ্টা করেন এক যাত্রী। মাঝ আকাশেই এই 'অদ্ভুত' কাজ করার চেষ্টা করেন তিনি। উড়োজাহাজের দুইটি দরজাই খোলার চেষ্টা করেন তিনি।

উদ্ভুত পরিস্থিতিতে উড়োজাহাজটি হিউস্টনে না যেয়ে সিয়াটলে জরুরি অবতরণ করে ।

স্থানীয় সময় ভোর ৪ টার দিকে সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো ধরনের বিপত্তি ছাড়াই উড়োজাহাজটি অবতরণ করে।

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে।

সংস্থাটি জানায়, যাত্রীদের সহায়তায় উড়োজাহাজের ক্রুরা ওই ব্যক্তিকে আটক করে। 

অবতরণের পর চিকিৎসকের মতামত নেওয়ার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানায় এফবিআই।

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের মুখপাত্র সিএনএনকে জানান, এক যাত্রীর 'অবাধ্য' আচরণে উড়োজাহাজটি গতিপথ পরিবর্তন করে সিয়াটলে অবতরণ করতে বাধ্য হয়।

সিয়াটল বন্দর পুলিশের বরাত দিয়ে সিএনএন নিশ্চিত করেছে, এই ঘটনায় কেউ আহত হয়নি।

মাঝ আকাশের ঐ ঘটনার পর সিয়াটলে অবতরণের পর ঘটে আরেক বিপত্তি।

ভিন্ন গন্তব্যে জরুরি অবতরণের কারণে বিরক্ত হয়ে বাথরুমের দরজায় ঘুষি মেরে বিশৃঙ্খলা শুরু করেন আরেক যাত্রী। উড়োজাহাজটি হিউস্টনের উদ্দেশ্যে আবারও যাত্রার সময় আর ওই যাত্রীকে আরোহণ করতে দেওয়া হয়নি।

এই ঘটনার জন্যও আনুষ্ঠানিকভাবে কাউকে অভিযুক্ত করা হয়নি বলে সিএনএনকে জানিয়েছে এফবিআই  ।

উড়োজাহাজে যাত্রীদের বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনা নতুন নয় ।

এর আগেও ইন্দোনেশিয়ার বালি থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্নগামী একটি ফ্লাইটে একইরকম ঘটনা ঘটে। মাঝ আকাশে উড়োজাহাজের দরজা খোলার চেষ্টা করলে আবারও বালি ফিরে যায় উড়োজাহাজটি।

Comments