বাংলাদেশকে ১ বিলিয়ন ডলার দেবে জাপান

ছবি: সংগৃহীত

জাপান বাংলাদেশকে বাজেট সহায়তা, রেলওয়ে আপগ্রেডেশন ফান্ড ও স্কলারশিপ গ্র্যান্ট হিসেবে ১ দশমিক ০৬৩ বিলিয়ন ডলার দেবে।

আজ শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইংয়ের এক বিবৃতিতে বলা হয়, দুই দেশ এই তহবিলের বিষয়ে একটি এক্সচেঞ্জ অব নোট স্বাক্ষর করেছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা উপস্থিত ছিলেন।

আজ টোকিওতে দ্বিপাক্ষিক বৈঠকও করেন তারা।

মোট অর্থের মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু স্থিতিস্থাপকতার জন্য উন্নয়ন নীতি ঋণ হিসেবে ৪১৮ মিলিয়ন ডলার দেবে জাপান।

এছাড়া জয়দেবপুর-ঈশ্বরদী রেল সংযোগকে ডুয়েলগেজ ডাবল রেলপথে উন্নীত করতে টোকিও ৬৪১ মিলিয়ন ডলার এবং স্কলারশিপ বাবদ ৪ দশমিক ২ মিলিয়ন ডলার দেবে।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

2h ago