ফিলিপাইন-ইন্দোনেশিয়াতেও সুনামি সতর্কতা জারি

এই ছবিটি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওসিয়ানিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের (এনওএএ) সুনামি সতর্কতা ব্যবস্থার সৌজন্যে সরবরাহ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে রাশিয়ার পূর্বে ৮.৭ মাত্রার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা (লাল), উপদেশ (কমলা), নজরদারি (হলুদ) এবং হুশিয়ারি (বেগুনি) রঙে চিহ্নিত করা হয়েছে। ছবি: এএফপি

ফিলিপাইন ও ইন্দোনেশিয়াও সুনামি সংক্রান্ত সতর্কতা জারি করেছে।

আজ বুধবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিবিসি বলছে, এসব অঞ্চলে অপেক্ষাকৃত ছোট ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে। তবে উপকূলীয় এলাকার বাসিন্দাদের সমুদ্রতট থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

ফিলিপাইনের আগ্নেয়গিরি ও ভূকম্পনবিষয়ক সংস্থা সুনামি পরামর্শ বিজ্ঞপ্তি জারি করে। এটি রাশিয়ার কামচাটকা উপকূলে আঘাত হানা ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের পর এই বিজ্ঞপ্তি জারি করা হয়।

সংস্থাটি জানায়, আজ দুপুরে (ম্যানিলা সময়) এক মিটারেরও কম উচ্চতার সুনামি ঢেউ আছড়ে পড়তে পারে। তাই ২০টিরও বেশি প্রদেশের বাসিন্দাদের সৈকত ও উপকূলীয় এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া ও জলবায়ু বিষয়ক সংস্থা দেশটির পূর্বাঞ্চলের কিছু অংশে সুনামি পূর্ব সতর্কতা জারি করেছে। স্থানীয় কর্তৃপক্ষ সবাইকে উপকূলীয় এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। তবে আজ সকাল পর্যন্ত কোনো অঞ্চলে এখনো আনুষ্ঠানিকভাবে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়নি।

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s janaza held

The namaz-e-janaza of BNP Chairperson Khaleda Zia was held at the South Plaza of the Jatiya Sangsad Bhaban today

6h ago