ইহুদিদের পবিত্র দেওয়ালে গণহত্যাবিরোধী গ্রাফিতি

ইহুদিদের পবিত্র পশ্চিম দেওয়ালে 'গাজায় গণহত্যা চলছে' গ্রাফিতি। ছবি: সংগৃহীত
ইহুদিদের পবিত্র পশ্চিম দেওয়ালে 'গাজায় গণহত্যা চলছে' গ্রাফিতি। ছবি: সংগৃহীত

গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে ইহুদি ধর্মাবলম্বীদের পবিত্রস্থান 'পশ্চিম দেওয়ালে' (ওয়েস্টার্ন ওয়াল) গ্রাফিতি এঁকেছেন অজ্ঞাত ব্যক্তি। জেরুজালেমের আরও কয়েকটি জায়গায় এমন গ্রাফিতি দেখা গেছে।

আজ সোমবার এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।

হিব্রু ভাষায় লেখা গ্রাফিতিতে বলা হয়েছে, 'গাজায় হলোকাস্ট চলছে।'

ইতোমধ্যে এই ঘটনার সূত্রে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার সকালে মুগরাবি তোরণের কাছে ওই গ্রাফিতি দেখতে পেয়ে ইসরায়েলি পুলিশকে বিষয়টি জানান নিরাপত্তাকর্মীরা।

এরপর তদন্ত চালিয়ে পুলিশ জানতে পারে, সন্দেহভাজন ব্যক্তি জেরুজালেমের কেন্দ্রে অপর পবিত্রস্থান 'গ্রেট সিনাগগের' দেওয়ালেও একই ধরনের গ্রাফিতি এঁকেছেন।

২৭ বছর বয়সী ওই ব্যক্তি জেরুজালেমের বাসিন্দা। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজই তাকে আদালতে হাজির করা হবে বলে জানা গেছে। এরপর পুলিশ তাকে রিমান্ডে নেওয়ার আবেদন জানাবে।

পুলিশ ওই ব্যক্তিকে রিমান্ডে নিয়ে ঘটনার আদ্যোপান্ত জানার চেষ্টা করবে।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, তারা ওই ব্যক্তির বিরুদ্ধে তথ্য-প্রমাণ সমন্বয় করছে।

এ ঘটনার নিন্দা জানিয়েছেন ওয়েস্টার্ন ওয়াল ও অন্যান্য পবিত্রস্থানের র‍্যাবাই শ্মুয়েল রাবিনোউইৎজ। তিনি বলেন, 'পবিত্রস্থান বিক্ষোভের জায়গা নয়।' তিনি পুলিশকে এ ধরনের ঘটনার জন্য দায়ীদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

জেরুজালেমের কেন্দ্রে অবস্থিত পবিত্রস্থান ‘গ্রেট সিনাগগের’ দেওয়ালেও একই ধরনের গ্রাফিতি এঁকেছেন ওই ব্যক্তি। ছবি: সংগৃহীত
জেরুজালেমের কেন্দ্রে অবস্থিত পবিত্রস্থান ‘গ্রেট সিনাগগের’ দেওয়ালেও একই ধরনের গ্রাফিতি এঁকেছেন ওই ব্যক্তি। ছবি: সংগৃহীত

ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের সদস্য বেনি গ্যান্টজ গণমাধ্যমকে বলেন, 'ইহুদিদের সবচেয়ে পবিত্র ভূমি, পশ্চিমের দেওয়ালকে বিকৃত করা সমগ্র ইসরায়েলের বিরুদ্ধে অপরাধ। আমি বিষয়টির সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনতে পুলিশের প্রতি আহ্বান জানাই।'

প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটজ এক্সে বলেন, 'ইহুদিদের সবচেয়ে পবিত্র জায়গার অন্যতম পশ্চিম দেওয়াল। এর কোনো ধরনের বিকৃতি ঘটানো বড় অপরাধ। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।'

এ ঘটনার প্রতি তীব্র নিন্দা জানিয়ে অর্থমন্ত্রী বেজালেল স্মৎরিচ বলেন, এটি ইহুদিবিদ্বেষী ঘটনা।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

4h ago