বিজেপি ভোট চোর, জনগণ তাদের সরিয়ে দেবে: কংগ্রেসের সমাবেশে তামিল মুখ্যমন্ত্রী

ভোটার অধিকার যাত্রায় রাহুল গান্ধীর সেলফিতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। ছবি: এক্স থেকে নেওয়া

ভারতের মোদিবিরোধী জোট আরও জোরালো হচ্ছে। সর্বশেষ বিহারের মুজাফফরপুরে কংগ্রেসের ডাকা 'ভোটার অধিকার যাত্রাতে' যোগ দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন ও ডিএমকে এমপি কানিমোঝি কারুনোনিধি।

কংগ্রেসের এই সমাবেশে যোগ দিয়ে এম কে স্টালিন অভিযোগ করেছেন, বিজেপি নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে।

তিনি বলেন, 'বিজেপি ভোট চুরি করেছে, জনগণ তাদের ক্ষমতা থেকে সরিয়ে দেবে।'

আজ বুধবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

ওই সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ডিএমকে নেতা কানিমোঝি অভিযোগ করেন, বিহারে ভোটার তালিকার নিবিড় সংশোধনের সময় ৬৫ লাখ নাম বাদ দেওয়া হয়েছে। তিনি একে 'সন্ত্রাসবাদের চেয়েও বেশি ভয়ংকর' বলে আখ্যা দেন।

তিনি বলেন, 'বিহার আবারও ভারতের গণতান্ত্রিক সংগ্রামের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আমার ভাই রাহুল গান্ধী, তেজস্বী যাদব, কমরেড দীপঙ্কর ভট্টাচার্য এবং প্রিয় বোন প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে দাঁড়িয়ে আমি ঘোষণা করছি, ভোটারদের নাম মুছে ফেলা বা নির্বাচন ছিনতাই করে বিজেপি জনগণের শক্তিকে দমন করতে পারবে না।'

তিনি আরও দাবি করেন, 'কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও আরজেডি নেতা তেজস্বী যাদব গণতন্ত্র রক্ষায় এক হয়েছেন। আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পরাজিত হবে।'

বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনকে 'পাপেটে' বানানোর অভিযোগ তুলে স্টালিন বলেন, 'রাহুল গান্ধী নির্বাচন কমিশনের চেহারা উন্মোচন করেছেন, কিন্তু কমিশন তার অভিযোগের কোনো জবাব দেয়নি। বরং তাকে হলফনামা জমা দিতে বলেছে... রাহুল গান্ধী ভয় পাবেন না।'

এর আগে, দিনের শুরুতে স্টালিন ও ডিএমকে এমপি কানিমোঝি কংগ্রেসের ভোটের অধিকার যাত্রায় যোগ দিতে বিহারে পৌঁছান।

যাত্রায় যোগ দেওয়ার পরপরই স্টালিন এক্স-এ (সাবেক টুইটার) লেখেন, 'বিহারে পা রাখা মাত্রই... শ্রদ্ধেয় লালুপ্রসাদ জির ভূমি আমাকে স্বাগত জানালো। প্রতিটি চুরি হওয়া ভোটের ওজনে এখানকার মাটি ভারী হয়ে আছে। আমি আমার ভাই রাহুল গান্ধী, তেজস্বী যাদব ও বোন প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে আছি।'

Comments

The Daily Star  | English
Bangladesh Purchasing Managers’ Index

Bangladesh’s economy might have expanded in August: PMI

Growth stalls in agriculture, construction, as input costs and employment decline

1h ago